স্পোর্টস ডেস্ক: টি-২০ ম্যাচ এমনই হয়। হারতে হারতে জিতে যাওয়া। ঠিক তেমনই একটি ম্যাচ উপভোগ করলো ক্রিকেট বিশ্ব। আজ মাউন্ট মঙ্গানুইতে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে মাত্র ৩ রানে হেরে যায় সফরকারী শ্রীলঙ্কা।
নিউজিল্যান্ডের করা ১৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে শেষ ওভারে প্রয়োজন ছিল ১৩ রান। মূল বোলারদের কোটা শেষ হয়ে যাওয়ায় শেষ ওভারে বল করেছেন মিডিয়াম পেসার গ্রান্ট এলিয়ট। কিন্তু শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৭৯ রান তুলতে সমর্থ হয় শ্রীলঙ্কা। ফলে ব্ল্যাক-ক্যাপরা ৩ রানের জয় পায়।
শ্রীলঙ্কার পক্ষে মিলিন্ডা সিরিবর্ধনা ৩১ বলে ৪২ এবং থিসারা পেরার ১৯ বলে ২৮ রান করেন।
নিউজিল্যান্ডকে বড় স্কোরের ভিত্তি এনে দেয় উদ্বোধনী জুটি। মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসন উদ্বোধনী জুটিতে ১০.৫ ওভারে তোলেন ১০১ রান। ওয়ানডের ফর্ম টি-টোয়েন্টিতেও বয়ে এনে চারটি করে চার ও ছক্কায় ৩৪ বলে ৫৮ করেন গাপটিল। অধিনায়ক উইলিয়ামসন ৪২ বলে ৫৩। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে তিনে নেমে কলিন মানরো করেন ২৬ বলে ৩৬।
৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল