দেশে ফিরেই অনুশীলন মাঠে সাকিব
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে বরিশাল বুলসের বিপক্ষে পাঁচ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। বিপিএল শেষে জাতীয় ক্রিকেট টিমের ক্যালেন্ডারে কোন খেলার সূচি নেই। আর এই সুযোগটাকে দারুণ কাজে লাগিয়েছেন সাকিব। সদ্য জন্ম নেয়া রাজকন্যাকে দেখতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি।
সেখানে প্রায় সপ্তাহ দুয়েক থাকার পর ৬ জানুয়ারি রাতে দেশে ফিরেছেন তিনি। দেশে ফেরার পরদিনই বিসিবি ক্যাম্পে হাজির হোন তিনি।
প্রসঙ্গত, ১৫ জানুয়ারি থেকে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে চার ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। সিরিজ আগামী ৮ জানুয়ারি খুলনার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।
৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর