কে হচ্ছেন মেসির উত্তরসূরি?
স্পোর্টস ডেস্ক: নিউজের শিরোনাম শোনেই মেসি ভক্তদের চক্ষু চড়ক গাছ । ভাবছেন কি বলতে চাচ্ছেন রিপোর্টার। পাগলামী আলাপন নয় তো? বলা নেই কওয়া নেই, কি অদ্ভুত শিরোনাম।
তাহলে কি অবসর নিচ্ছেন মেসি?
চক্ষু চড়ক গাছ হোক আর রিপোর্টারের পাগলামী আলপন যাই ভাবুন না কেন। আর্জেন্টাইন রাজপুত্র মেসি কিন্তু ঠিকই অবসর নিচ্ছেন। তবে সেটা ফুটবল থেকে নয়, ইএ স্পোর্টস থেকে। অর্থাৎ সেখান থেকে তার মেয়াদ শেষ হচ্ছে শিখগিরই। আর ইএ স্পোটর্সের ২০১৩ সংস্করণ থেকে মেসিই ছিলেন গেমটির ব্র্যান্ড অ্যাম্বাসিডর। শেষ চার বছর আর্জেন্টাইন তারকার ছবিই ছিল ফিফার প্রচ্ছদে।
পঞ্চম বছরের এসে মেসি নিজেই চুক্তি নবায়ন করতে চাইছেন না। এরপর থেকেই গুঞ্জনের ডালপালা ব্যাপকভাবে গজাতে থাকে। তাহলে কে হচ্ছেন মেসির উত্তরসূরী? তবে বেশ ঘটা করে শোনা যাচ্ছে এ দৌঁড়ে এগিয়ে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও ব্রাজিলীয়ান অধিনায়ক নেইমারের নাম। সূত্র : ওয়েবসাইট
৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর