সিডনিতে টেস্টের দ্রুততম সেঞ্চুরি করে ইতিহাস সৃষ্টি করলেন ওয়ার্নার
স্পোর্টস ডেস্ক: সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চলছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট ম্যাচ। তবে চলতি এই টেস্টে পাঁচ দিনের মধ্যে তিনদিনই ছিল বৃষ্টির দখলে। বাঁকি যে সময়টুকু অস্ট্রেলিয়া ব্যাট করার সুযোগ পেয়েছে তাতেই অনন্য কৃীতি গড়েছেন ওপেনার ডেভিড ওয়ার্নার।
নিশ্চিত ড্র-এর এই ম্যাচে ওয়ার্নার ৮২ বলে সেঞ্চুরি করে সিডনির মাঠে সবচেয়ে দ্রুততম টেস্ট সেঞ্চুরির রেকর্ড গড়েন। এর আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেইডেন। হেইডেন ১২ বছর আগে ৮৪ বলে সেঞ্চুরি করে ওই মাঠের দ্রুততস সেঞ্চুরিয়ান ছিলেন।
বৃষ্টি বিঘ্নিত এই টেস্টে ওয়ার্নারের সেঞ্চুরি ছাড়া শেষ দিনে আর বলার মতো কিছুই ছিল না। একটি—মিচেল মার্শ ও পিটার নেভিলের ব্যাটিংয়ে ৩ ও ৪-এ উঠে আসা। পুরো সিরিজে খুব একটা ব্যাটিংয়ের সুযোগ পাননি। বেশির ভাগ সময় কেটেছে ড্রেসিং রুমে প্যাড পরে বসে। ওপরের সারির ব্যাটসম্যানদের একের পর এক সেঞ্চুরি জুটি গড়তে দেখে। বেচারাদের আজ তাই একটু ব্যাটিংয়ের সুযোগ করে দিল অস্ট্রেলিয়া। অবশ্য মার্শ সুযোগটা নিতে পারলেন না। আউট হয়ে গেছেন ২১ রানে, নেভিল অপরাজিত ছিলেন ৭ রানে। আর ওপেনিংয়ে ওয়ার্নারের সঙ্গে জো বার্নসের শতরানের জুটি হলো আজও। তবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ২ উইকেটে ১৭৬ রান তুলতেই খেলা শেষ। এর মধ্যে ১২২ রান করেছেন ওয়ার্নার একাই।
এর আগে ৭ উইকেটে ২৪৮ নিয়ে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয়ে গেছে ৩৩০ রানে। ফিফটি করেছেন দীনেশ রামদিন। ক্রিকইনফো।
৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল