মেয়ে পাগল গেইলের বিশ্বকাপ অনিশ্চিত
স্পোর্টস ডেস্ক: বিগ ব্যাশ লিগে সাক্ষাৎকার দিতে গিয়ে মহিলা সাংবাদিককে ডেটিংয়ের প্রস্তাব দিয়ে মেয়ে পাগল গেইল এবার ভালোভাবেই ফেঁসেছেন। সদ্য কেলেঙ্কারি ছাড়াও গেল বিশ্বকাপে সেবিকার সঙ্গে বাজে ব্যাবহারের দায়ে তার বিরুদ্ধে এরইমধ্যে তদন্ত শুরু হয়ে গেছে।
আর যদি এ অভিযোগ প্রমাণিত হয় তাহলে খুবই খারাপ খবরই পেতে যাচ্ছেন এই টি-টোয়েন্টি ক্রিকেটার । বিগ ব্যাশ লিগের সাথে সাথে নিষিদ্ধ হতে পারেন। এমনকি ভারতে অনুষ্ঠিতব্য ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও। এমনই ইঙ্গিত দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
ক্যারিবীয়ান এই রাজপুত্র বরাবরই মেয়েদের প্রতি দূর্বল। বিগ ব্যাশে মহিলা সাংবাদিককে ডেটিংয়ের প্রস্তাব দেয়ায় আপাতত তাকে ১০ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা দিতে হচ্ছে। তবে তার জন্যে যে বড় ধরণের বিপদ আসতেছে তা ক্রিকেট পাড়ার অবস্থা দেখলেই বোঝা যায়।
৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর