জিদানকে কোচ হিসেবে পেয়ে দারুণ খুশি রোনালদো
স্পোর্টস ডেস্ক: গত সপ্তাহে রিয়ালের কোচ রাফা বেনিতেজের স্থলাভিষিক্ত হয়েছেন ফ্রান্সকে বিশ্বকাপ ও ইউরো জেতানো জিদান। ফুটবল কিংবদন্তী জিদানকে কোচ হিসেবে পেয়ে দারুণ খুশি রিয়ালের সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো।
রোনালদো বলেন, ‘জিদানয়ের মতো কিংবদন্তীকে আমরা কোচ হিসেবে পেয়ে উচ্ছ্বসিত। ভালো লাগছে, আশাকরি আমরা আরো এগিয়ে যেতে পারবো।
অন্যদিকে, আমি মনে করি রোনালদোই জিদানকে ভয় পাবে। এর বিপরীতটা হওয়ার সম্ভাবনা অনেক কম। জিদানের জন্য এটি নতুন ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, আমার মনে হয় সে ধীরে ধীরে স্কোয়াডের সবার বিশ্বাস অর্জন করে নেবে। যদিও আমার মনে হয় জিদানের মতো কিংবদন্তির হয়তো ইতোমধ্যে সেটা অর্জন হয়ে গেছে।
জিদানের কোচ হওয়ার পরে সাবেক রিয়াল কোচ ভান্দেরলেই লুক্সেমবার্গো বলেছেন, জিদান রোনালদোর সঙ্গে অহমের দ্বন্দ্বে লিপ্ত হতে পারেন। গোল.কম।
৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল