র্যাঙ্কিংয়ে এবার তিন ধাপ এগিয়ে গেল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যখন একের পর এক সিরিজ জিতে চলেছে, তখন বাংলাদেশ ফুটবল তো আর থেকে থাকতে পারে না। সত্যিই তাই র্যাঙ্কিংয়ে এবার তিন ধান এগিয়ে গেছে মামুনুলরা। ফিফা আজ প্রকাশ করেছে তাদের সর্বশেষ র্যাঙ্কিং। সাফ ব্যর্থতার পর সর্বশেষ র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৭৯ নম্বরে।
আপাতদৃষ্টিতে সাফের ব্যর্থতাই বেশি চোখে পড়ছে। তবে সত্যিটা হলো, গত এক মাসে খেলা চারটি আন্তর্জাতিক ম্যাচের দুটিতেই জিতেছে বাংলাদেশ, হেরেছেও দুটিতে। ৫০ শতাংশ সাফল্যর হার নিয়েই ৯ রেটিং পয়েন্ট বাড়িয়ে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পয়েন্ট এখন ৮৭।
সাফ চ্যাম্পিয়ন ভারতও এগিয়েছে তিন ধাপ। ১৬৩ নম্বরে আছে দলটি। তিন ধাপ পেছালেও দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে সবার ওপরে আফগানিস্তান (১৫৩)। তিন ধাপ এগোনো মালদ্বীপ দুইয়ে। এরপরই ভারত ও বাংলাদেশ।
তথ্যসূত্র: ফিফা।
৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল