বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০১৬, ০৪:৩৩:৩২

ফিফার ভুলে ৪ দিন আগেই ফাঁস ব্যালন ডি’অর জয়ীর নাম

ফিফার ভুলে ৪ দিন আগেই ফাঁস ব্যালন ডি’অর জয়ীর নাম

স্পোর্টস ডেস্ক: আগামী সোমবার ফিফা ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষণার দিন ধার্য ছিল। বরাবরের মতো এবারো জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ফিফা ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষণা করার সকল প্রস্তুতি প্রায় শেষ করে ফেলেছে। কিন্তু হঠাৎ করেই ফিফার ওয়েবসাইটে প্রকাশ হয়ে গেল ২০১৫ সালের ব্যালন ডি’অর জয়ীর নাম। ফিফার ওয়েবসাইটে ঘোষিত নামের তালিকায় দেখা যাচ্ছে পুরুষ বিভাগে এবছর এই খেতাব জিতেছে আর্জেন্টিনার সুপার স্টার লিউনেল মেসি। অন্যদিকে মেয়েদের বিভাগে খেতাব জিতেছেন জার্মানীর মহিলা দলের ফুটবলার সেলেনা সাসিচ। নির্দিষ্ট সময়ের পূর্বে এভাবে নাম প্রকাশ হওয়ার ঘটনাকে ফিফার জন্য কেলেঙ্কারি হিসেবেই দেখছেন বিশ্ব মিডিয়া। বিখ্যাত ব্রিটিশ ট্যাবলয়েডের খবর অনুযায়ী, বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার ওয়েবসাইটে ঘটা এটা খুবই দুঃখজনক। নিয়ম অনুযায়ি ব্যালন ডি’অরের মঞ্চে বন্ধ খাম খুলে কোনও এক বিশিষ্ট ব্যক্তি জয়ী ব্যক্তির নাম ঘোষণা করেন। কিন্তু ফিফার ওয়েবসাইটের চিত্র সবাইকে এবার অবাক করে দেয়েছে। উল্লেখ্য, ২০০৮ থেকে ২০১৪, টানা সাত বছর ব্যালন ডি’অর ঘোরাফেরা করছে মেসি-রোনাল্ডোর মধ্যে। ৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে