‘মাশরাফির কথাগুলো মেনে চলো, সাফল্য পাবে’
স্পোর্টস ডেস্ক: কিছুদিন পর শুরু হবে ঘরে মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আর এ বিশ্বকাপে যুবাদের উপর প্রত্যাশার পরিমাণটা একটু বেশিই থাকবে দেশের মানুষের। তাই টুর্ণামেন্ট শুরু হওয়ার আগেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের পরামর্শ দিয়েছেন জাতীয় দলের ওয়ানডে এবং টি-২০ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মিরাজ বাহিনীর অনুশীলনের ফাঁকে বিসিবি একাডেমীতে প্রবেশ করে ছোট্ট টাইগারদের উদ্দেশ্য মাশরাফি বলেন, বিশ্বকাপের আমি তোমাদের কিছু কথা বলতে চাই, আশা করি তোমরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। তখন মাশরাফি ছোট্ট টাইগারদের উদ্দেশ্য বলেন, আমি জানি মেহদি হাসান মিরাজের দলে আছে এক ঝাঁক তরুণ। তাদের চাপ নিতে বারণ করে খেলাটাকে উপভোগ করতে। সেই সঙ্গে বলেছেন, ভবিষ্যতে নিজেদের গড়ে তোলার জন্য শেখার চেষ্টা করতে হবে। কারণ তারাই তো একদিন খেলবে জাতীয় দলে। তিনি আরো বলেন, চ্যাম্পিয়ন হতেই হবে এমন কোনো কথা নেই। দেশকে প্রতিনিধিত্ব করাটাই সবচেয়ে গর্বের কাজ। এই গর্ব নিয়েই মাঠে নামতে হবে, পারফর্ম করতে হবে। এই যুবাদের যেন শিরোপা জয়ের জন্য চাপ না দেয়া হয়, টিম ম্যানেজমেন্টের কাছে সেই অনুরোধও করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক। আর অনূর্ধ্ব-১৯ দলের কোচ মিজানুর রহমান বললেন, মাশরাফি তো ওদের সকলেরই নায়ক। আমার মনে হয় তোমরা যদি মাশরাফির কথাগুলো মেনে চলো তাহলে নিশ্চিত সাফল্য পাবে। আগামী ২৭ জানুয়ারি থেকে বাংলাদেশে বসতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের যুবারা।
৭ ডিসেনম্বর,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস