কে এই সুন্দরী, যার রেকর্ডে পুরো বিশ্ব অবাক?
স্পোর্টস ডেস্ক: সম্ভবত কিছু মানুষের জন্মই হয় রেকর্ড গড়ার জন্য। আর অধিকাংশ মানুষের জন্ম হয় হয় সেই ব্যক্তিদের রেকর্ডগুলো শুনে হাত তালি দেয়ার জন্য। সম্প্রতি ভারতের অপূর্বী চান্ডিলা নামের এক সুটার সুন্দরী সুইডিশ গ্রাঁ প্রিতে পাঁচ বছরের রেকর্ড ভেঙে বিশ্ব রেকর্ড করেছেন। তার এই রেকর্ডে পুরো বিশ্বকে অবাক করেছে। কারণ বিশ্বের বাঘা বাঘা সুটার থাকতে চান্ডিলা এই রেকর্ড ভাঙবে এটা কেউ কল্পাই করতে পারেনি।
১০ মিটার এয়ার রাইফেলে মঙ্গলবার এই উচ্চতা ছুঁলেন চান্ডিলা। তিনি শ্যুট করেন ২১১.২। সিলিংয়ের ছিল ২১১। অপূর্বী ইতিমধ্যেই রিও অলিম্পিকের যোগ্যতা অর্জন করেছেন। তার আগে এই সাফল্য তাঁর আত্মবিশ্বাস বাড়াবে। রুপো ও ব্রোঞ্জ জেতেন সুইডেনের স্টিফেনসন ও নিয়েলসন। দু’জনের পয়েন্ট ২০৭.৬ ও ১৮৫।
এ প্রসঙ্গে উচ্ছ্বসিত চান্ডিলা বলেন, ‘এই জয় রিওতে নামার আগে আমার আম্তবিশ্বাস বাড়াবে। আমাকে অন্য টুর্নামেন্টে পদক পেতে সাহায্য করবে।’
রাজস্থানের মেয়ে অপূর্বী চান্ডিলা তার রাজ্যের সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘রাজস্থানবাসী আমাকে যে সমর্থন এবং উৎসাহ দিয়েছেন তা আমি কখনো ভুলতে পারবো না। তাদের সমর্থন আমাকে এই সাফন্য আনতে সহায়তা করেছে’।
৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল