মাশরাফিদের দৈনিক পারিশ্রমিকসহ বেতন-ভাতার ঘোষণা
স্পোর্টস ডেস্ক : বিষয়টি ঝুলন্ত ছিল দীর্ঘদিন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহসাই কোনো সিদ্ধান্ত নেয়নি সাকিব-তামিম-মাশরাফিদের বেতন ভাতা সম্পর্কে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টুর্ণামেন্ট কমিটির প্রধান আকরাম খান এই বিষয়টির চূড়ান্ত ঘোষণা দিয়েছেন। বিসিবির কঠোরতার চিত্র রয়েছে এই ঘোষণায়।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট লিগে (বিসিএলে)খেলে দৈনিক ভাতা হিসাবে ক্রিকেটাররা পাবেন দুই হাজার টাকা। ম্যাচ প্রতি পাবেন ৪০ হাজার করে।
ম্যান অব দ্য ম্যাচ হওয়া ক্রিকেটার পাবেন ২৫ হাজার অন্যদিকে টুর্ণামেন্ট সেরা হলে পাবেন ১ লাখ টাকা। ম্যাচে বিজয়ী দল পাবে এক লক্ষ টাকা।
এবারের জাতীয় লিগে তথা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ২৫ লাখ। রানার্সআপ হলে পাবে ১৫ লাখ টাকা। প্রসঙ্গত, এ মাসের ১২ জানুয়ারি থেকে মাঠে গড়ানোর কথা রয়েছে জাতীয় লিগের।
৭ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
�