বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০১৬, ০৬:০৪:০২

নাইজেরিয়ার ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

নাইজেরিয়ার ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

স্পোর্টস ডেস্ক: নাইজেরিয়ান ফুটবল কর্মকর্তা ইব্রাহিম আবু-বকর ডাকাতদের হামলায় নিহত হওয়ায় দেশটির ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। নাইজেরিয়া ফুটবল ফেডারেশন এ ঘটনাকে দুঃখজনক বলে বিবৃতি দিয়েছে। সুপার ঈগলদের মিডিয়া অফিসার ইবিতোয়ি এ ঘটনাকে ‘জঘন্য’ ঘটনা বলে উল্লেখ্য করেছেন। ইব্রাহিম আবু-বকর নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের হেড অব প্রটোকল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দেশটির রাজধানী আবুজায় নিজের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। আবুজায় সে বাড়িতে তিন সন্তান ও স্ত্রী নিয়ে বসবাস করছিলেন ইব্রাহিম। মর্মান্তিক এ ঘটনার পর আফ্রিকান নেশনস চ্যাম্পিয়ন লিগে অ্যাঙ্গোলার বিপক্ষে নাইজেরিয়ার প্রীতি ম্যাচটি পিছিয়ে দেয়া হয়েছে। ৭ ডিসেনম্বর,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে