গণমাধ্যমকে ক্রিজ গেইলের হুমকি
স্পোর্টস ডেস্ক: নারীদের নিয়ে কম বিতর্কে জড়াননি ব্যাটিং দানব ক্রিস গেইল। সম্প্রতি অস্ট্রেলিয়ার স্পোর্টস রিপোর্টারকে ডেটিংয়ে যাওয়ার প্রস্তাব দিয়ে ফের বিতর্কে জড়িয়েছেন এ ক্যারিবীয়ান। এজন্য অবশ্য ক্ষমাও চেয়েছেন তিনি। জরিমানাও করা হয়েছে গেইলকে।
তবে নারীদেরকে এমন প্রস্তাব দিয়ে বিতর্কে এলেও নারীরাও তার প্রতি কম আকৃষ্ট নন। তার আশেপাশে অনেক সুন্দরী নারীকেই সব সময় দেখা যায়। যে গেইলের বিরুদ্ধে একের পর এক অভিযোগে জর্জরিত হয়ে এবার গেইলও ফুঁসে উঠেছেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার যে দুই নারী সাংবাদিক গেইলের বিরুদ্ধে অপ্রীতিকর আচরণের অভিযোগ তুলেছিলেন। তবে গেইল এই অভিযোগ অস্বীকার করেছেন। আর এ ধরনের খবর প্রকাশ করার জন্য অস্ট্রেলিয়ার গনমাধ্যম ফেয়ারফ্যাক্স মিডিয়ার বিরুদ্ধে মামলা করারও হুমকি দিয়েছেন তিনি। গেইলের ম্যানেজার সিমন আউতেরি এক বিবৃতিতে বলেছেন, গত বছর বিশ্বকাপের সময় যে ঘটনা নিয়ে অভিযোগ উঠেছিল, সে রকম কিছুই ঘটেনি বলে বারবার বলেছেন গেইল। কিন্তু তার পরও ফেয়ারফ্যাক্স মিডিয়া এ ধরনের মিথ্যা ও কল্পিত অভিযোগের খবর প্রকাশ করেই যাচ্ছে, যেগুলো বিশ্বজুড়ে অনেক জায়গায় পুনঃপ্রকাশিত হচ্ছে। ফলে এখন গেইল ফেয়ারফ্যাক্স মিডিয়ার বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে তিনি যোগাযোগ করেছেন অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় আইনজীবী মার্ক ও’ব্রায়েনের সঙ্গে।
৭ ডিসেনম্বর,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস