নতুন বিশ্বরেকর্ড, মাত্র ৫৬.০১ সেকেন্ডে ১৪৪.৭ মিটার অতিক্রম
স্পোর্টস ডেস্ক: বিস্ময় বালকই বটে। নইলে লিম্বো স্কেটিংয়ে ১৪৪.৭ মিটার অতিক্রম করা যায় মাত্র ৫৬.০১ সেকেন্ডে! তাও প্রতিটি বার মাত্র ১.০ মিটার দূরে। মাটি থেকে মাত্র ৩৫ সেমি উপরে। হ্যাঁ, এই অসাধ্য সাধন করে নতুন করে বিশ্বরেকর্ড করল মণিপুরের ৭ বছরের বালক তিলাক কেইস্যাম। বিশ্বল রেকর্ডের অধিকারী তিলাক এখন ভারতের গর্ব।
গত ২০ ডিসেম্বর দিল্লির সিরি ফোর্ট স্টেডিয়ামে রেকর্ড গড়ে তিলাক। সে দিল্লির একটি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। লিমকা বুক অফ রেকর্ডস-এ আগেই নাম উঠে গিয়েছিল। ২০১৫-র ২৫মে সে ৫০ মিটার লিম্বো স্কেটিং করেছিল মাত্র ৩১.৮৭ সেকেন্ডে। গ্রাউন্ড লেভেল থেকে বারের উচ্চতা ছিল মাত্র ২৮ সেমি। ল্যাকমে বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেই সন্তুষ্ট ছিল না তিলাক। ২০১৩ সাল থেকে লিম্বো স্কেটিং করছে তিলাক। এই বয়সেই ৪২টি মেডেল তিলাকের ঝুলিতে।
৭ ডিসেনম্বর,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস