বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০১৬, ০৭:৩৩:২৫

গেইলের পর আফ্রিদির কাণ্ডে ঝড়, নতুন অধিনায়ক কে?

গেইলের পর আফ্রিদির কাণ্ডে ঝড়, নতুন অধিনায়ক কে?

স্পোর্টস ডেস্ক : কয়েক দিন ধরে আলোচনায় আসে দানবীয় ও পাগলাটে ক্রিকেটার ক্রিস গেইল। নারীদের বিষয়ে বারবার খবরের শিরোনাম হন ক্রিস গেইল। গেইলের পর এবার বিতর্কিত কাণ্ডে জড়ান পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদি। আফ্রিদির ভক্তের সংখ্যা অন্যদের তুলনায় অনেক বেশি। আফ্রিদির বিতর্কিত কাণ্ডে সমালোচনার ঝড় তাদের মাঝেই। আফ্রিদির নেতৃত্বেই কি পাকিস্তান ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য পা রাখবে? আলোচনায় এই বিষয়টি। মুখ খুলেছেন পিসিবি প্রধানও। আফ্রিদির ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন শাহরিয়ার খান। সেদিন সংবাদ সম্মেলনে এক সাংবাদিক সত্য কথাই বলেন। কিন্তু রেগেমেগে আগুন হয়ে যান আফ্রিদি। পাকিস্তান ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তোলার স্বপ্ন দেখে। কিন্তু সাফল্যর বিচারে এর যোগ্য নয় পাকিস্তান। কয়েকদিন আগে ইংল্যান্ডের কাছে টি-টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ হয় পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে এমনিতেই কঠিন গ্রুপে পাকিস্তান। সেখানে আফ্রিদির নেতৃত্বে কতদূর করতে পারবে পাকিস্তান সামনে আসে এই প্রসঙ্গ। আফ্রিদির নেতৃত্বে পাকিস্তান ৩২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে। এখানে ১৬ টি ম্যাচে হার পাকিস্তানের। ১৫ টিতে জয় ও একটি ম্যাচে ড্র। এই কন্ডিশনে বিশ্বকাপে কোন কৌশল ফলো করে দলকে এগিয়ে নেবেন আফ্রিদি? এমন একটি প্রশ্ন করেন পাকিস্তানের এক সিনিয়র ক্রীড়া সাংবাদিক। প্রশ্ন শুনেই রাগে-ক্ষোভে সাংবাদিক সম্মেলন বর্জন করেন আফ্রিদি। কোনো প্রশ্নের উত্তরও দেননি তিনি। আফ্রিদির এমন আচরণের কারণে অনেকটা তোপের মুখে পড়েন পিসিবি প্রধান। গুঞ্জন হচ্ছে আফ্রিদি আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক হিসাবে থাকবেন কিনা। ক্রিকেটে বেশ নাটকীয়তার জন্মদাতা পাকিস্তান ক্রিকেট বোর্ড। অধিনায়ক হিসাবে আর হয়তো বেশি দিন দেখা যাবে না ওয়ানডে ও টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো আফ্রিদিকে। আফ্রিদির পর পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটের অধিনায়ক কে হচ্ছেন ভক্তদের মাঝে এখন এই প্রশ্ন। পাকিস্তানের গণমাধ্যম ‘স্পোর্টস নিউজ’জানায়, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অবসর নেবেন আফ্রিদি। তবে অবসরের আগে পিসিবি আফ্রিদিকে একটি আঘাত দেয় কিনা সেটি দেখার বিষয়। একই সাথে কে ধরবেন হাল টপ নিউজ হতে যাচ্ছে এই বিষয়টি। ৭ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে