প্রতি ম্যাচে মাশরাফিদের জন্য বরাদ্দ ৪৮ হাজার টাকা
স্পোর্টস ডেস্ক: বিসিএল আগের তিন আসরেই সিঙ্গেল লিগ পদ্ধতিতে এ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবারের বিসিএল ডাবল লিগ পদ্ধতিতে আয়োজন করা হচ্ছে। এর ফলে তিন ম্যাচের পরিবর্তে ছয় ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। ম্যাচ বেড়ে গেলেও ফি বাড়ায়নি টুর্নামেন্ট কমিটি। ম্যাচ প্রতি ৪০ হাজার টাকা করে পাবেন ক্রিকেটাররা। এছাড়া দৈনিক ভাতা পাবেন ২ হাজার টাকা। সব মিলিয়ে ম্যাচ প্রতি ক্রিকেটাররা পাবেন ৪৮ হাজার টাকা পাচ্ছেন ক্রিকেটারের। এদিকে ম্যান অব দ্য ম্যাচ হিসেবে ২৫ হাজার এবং টুর্নামেন্ট সেরা পাবেন এক লাখ টাকা। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ২৫ লাখ ও রানার্সআপ দল ১৫ লাখ টাকা পাবে। প্রতিটি ম্যাচের বিজয়ী দল পাবে এক লাখ টাকা। উল্লেখ্য, আগামী ১২ জানুয়ারি হতে শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লংগার ভার্সন টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ আসর। প্রথমবারের মতো ডাবল লিগ পদ্ধতিতে হতে যাচ্ছে এটি। বিসিএলে এবারও অংশ নেবে চারটি দল। দলগুলো হলো: ইসলামী ব্যাংক ইস্ট জোন, প্রাইম ব্যাংক সাউথ জোন, ওয়ালটন সেন্ট্রাল জোন ও বিসিবি নর্থ জোন।
৭ ডিসেনম্বর,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস