বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১, ০৩:০১:১৬

গুরুত্বপূর্ণ দুই জনের বিকল্প হয়ে যে এক বিরাট দায়িত্ব নিয়ে রাজস্থান রয়্যালসের হয়ে আজ মাঠে নামছেন মোস্তাফিজ

গুরুত্বপূর্ণ দুই জনের বিকল্প হয়ে যে এক বিরাট দায়িত্ব নিয়ে রাজস্থান রয়্যালসের হয়ে আজ মাঠে নামছেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: আজকের খেলা মোস্তাফিজুর রহমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাজস্থান রয়্যালসের পেস আক্রমণের বড় দায়িত্ব নিয়ে আজ দিল্লি ক্যাপিটালস-এর বিপক্ষে মাঠে নামছেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল-এ আজ মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে মোস্তাফিজুর রহমানের দল রাজস্থান রয়েলস। রাজস্থান রয়েলসের আজকের ম্যাচের একাদশ ও রয়েছেন বাংলাদেশের ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান।

ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন রাজস্থান রয়েলসের ২ গুরুত্বপূর্ণ ক্রিকেটার। দলের প্রধান দুই তারকা ক্রিকেটার চোট পাওয়ায় বলা যায় এবার রয়্যালসের পেস আক্রমণ সামলানোর দায়িত্ব পেয়েছেন তিনি।

প্রতি ম্যাচে বিদেশি চারটি জায়গার জন্য বর্তমানে রাজস্থানের স্কোয়াডে থাকল ছয়জন বিদেশি ক্রিকেটার। তারা হলেন জস বাটলার, মুস্তাফিজুর রহমান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মিলার, ক্রিস মরিস ও অ্যান্ড্রু টাই।

তবে তাদের দলের গুরুত্বপূর্ণ দুই ফাস্ট বোলার না থাকায় এই বিভাগটি মুস্তাফিজুর রহমান ও ক্রিস মরি‌সকেই সামলাতে হবে। এছাড়া পাশে থাকবেন অ্যান্ড্রু টাই। টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংস-এর কাছে পরাজিত হয়েছে রাজস্থান রয়েলস।

অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জয় লাভ করেছে দিল্লি ক্যাপিটালস। বাংলাদেশ থেকে আইপিএলের সব কয়টি ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে।

এছাড়াও বাংলাদেশ থেকে এই টুর্নামেন্টের সবকয়টি ম্যাচে দেখা যাবে গাজী টিভিতে (জিটিভি)। এছাড়াও অনলাইনে দেখা যাবে র‍্যাবিটহোলে অ্যাপস এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে।

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ: জস বাটলার, মনান ভোহরা, সঞ্জু স্যামসন, লিয়াম লিভিংস্টোন, শিবাম ডুব, রিয়ান পারাগ, ক্রিস মরিস, রাহুল তেওয়াতিয়া, শ্রেয়াস গোপাল, চেতন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান।

দিল্লি ক্যাপিটালস সম্ভাব্য একাদশ: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, অজিংক্যা রাহানে, রিশাব পান্ত, মার্কাস স্টোইনিস, শিমরন হেটমায়ার, আর আশ্বিন, অমিত মিশ্র, কাগিসো রাবাদা, আরিচ নর্টজে, আবেশ খান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে