মেয়ে অব্রিরকে টেনিস তারকা বানাতে চান সাকিব
স্পোর্টস ডেস্ক: বিপিএল শেষ করে যুক্তরাষ্ট্রে গিয়ে সদ্য জম্ম নেওয়া মেয়ে অব্রিরকে দেখে সব দুঃখ ভুলে গিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডর সাকিব আল হাসান। রাজকন্যাকে ছেড়ে কিছুতেই ফিরতে মন চাচ্ছে না তার; কি আর করার অবশেষে দেশের টানে চলে আসতে হয়েছে জিম্বাবুয়ে বিপক্ষে হোম সিরিজের জন্য। কন্যা সন্তানকে দেখতে বিপিএল শেষ হওয়ার কিছুদিন পরই যুক্তরাষ্ট্রে চলে যান সাকিব। সঙ্গে নিয়ে গিয়েছিলেন তার মাকেও। বুধবার রাতে ঢাকায় ফেরার পর আজ (বৃহস্পতিবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মাশরাফিদের সাথে অনুশীলনে নামেন সাকিব। অনুশীলনে ফাঁকে সাংবাদিকদের সাথে কথা হয় সাকিবের। তিনি জানান, অব্রির বড় হবে আমেরিকায়। সেখানে মেয়েদের খেলাধুলার অপার সুযোগ। সেই সুযোগ কাজে লাগিয়ে মেয়েকে টেনিস অথবা গলফ তারকা বানাতে চান। সাকিব আরো জানান, মাত্র ২ মাস বয়স হলেও বাবাকে ঠিকই চিনে নিয়েছে অব্রি। সাকিব বলেন, ও আসলে আমার কোলেই থাকত। আমি যেভাবে শুয়েছি, সেও সেভাবে শুয়েছে। চলতি মাসের ১৪ তারিখ থেকে ১৬, ১৮ ও ২০ তারিখ পযন্ত জিম্বাবুয়ে ক্রিকেট দলের বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের জন্য ৯ জানুয়ারি তার দেশে আসার কথা থাকলেও এসেছেন ৩ দিন আগে। বুধবার দেশে ফিরে আজই অনুশীলনে নেমে পড়েন বাংলাদেশের এ তারকা ক্রিকেটার। ৭ ডিসেনম্বর,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস