আজ ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ যুব ক্রিকেট দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে আজ ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ যুব ক্রিকেট দল। বৃহস্প্রতিবার এমনটি জানিয়েছেন, বাংলাদেশ যুব দলের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল। মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ১১ জানুয়ারি শুরু হবে সিরিজের প্রথম ম্যাচটি। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৪, ১৬ জানুয়ারি। দুটি ম্যাচই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের শেষবারের মত ঝালিয়ে নিতে এমনটি সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর কর্তরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কিছুদিন আগে এরই মধ্যে বিশ্বকাপের জন্যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। এই দলটিই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে।
৭ ডিসেনম্বর,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস