শিরোপা জয়ের প্রতিশ্রুতি দিলেন মারুফুল
স্পোর্টস ডেস্ক: আগামীকাল থেকে পর্দা উঠছে বঙ্গবন্ধু গোল্ডকাপের। যশোরে উদ্বোধনী মামুনুলদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গত বঙ্গবন্ধু কাপে যে শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে টিকিট পেয়েছিল বাংলাদেশ। যশোরের শামস-উল হুদা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল পৌনে তিনটায় শুরু হওয়া খেলাটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।
সাফ থেকে বাংলাদেশ দল ফিরেছে সপ্তাহ খানেক আগে। এ নিয়ে পুরোপুরি নির্বিকার ছিল বাফুফে। কোনো ধরনের অনুশোচনা লক্ষ্য করা যায়নি ফুটবলারদের মাঝেও। এরপরও এদের নিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা জয়ের প্রতিশ্রুতি দিলেন দলটির কোচ মারুফুল হক। এই টুর্নামেন্টে ভালো খেলা উপহার দেবে বলে তার বিশ্বসা। মারুফুলের ভরসা উদ্বোধনী ম্যাচের শিষ্যরা প্রতিপক্ষ শ্রীলঙ্কা হারাতে পারবে। যাদের সঙ্গে নিকট অতীতে হারের রেকর্ড নেই মামুনুলদের। শ্রীলঙ্কার সঙ্গে এ পর্যন্ত ১৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ, যার মধ্যে নয়টি জয়ের বিপরীতে তিনটি ম্যাচে হেরেছে মামুনুলরা। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। গত বছর ঢাকায় খেলা তিনটি ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়েছে তারা। তাই এদের বিপক্ষে জয় দিয়েই শুরু করতে চান মারুফুল।
৭ ডিসেনম্বর,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস