৭টি দেশের তারকারা এখন যশোরে, টিকিট নিয়ে হাহাকার
স্পোর্টস ডেস্ক : শুরুতেই ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই আন্তর্জাতিক হেভি ওয়েট ম্যাচ। টাইগারদের ভাগ্য ফেরানোর জন্য উদ্ধোধনী ভেন্যু হিসাবে বেছে নেয়া হয় যশোরকে।
বাংলাদেশ টিমসহ সাতটি দেশের তারকারা এখন যশোরো অবস্থান করছে। শুক্রবার ৩ টার দিকে শুরু হবে ম্যাচ। বঙ্গবন্ধু গোল্ডকাপ খেলতে যশোরের মাটিতে রয়েছেন মালয়েশিয়া, বাংলাদেশ, নেপাল, বাহারাইন, মালদ্বীপ, কম্বোডিয়া, শ্রীলংকার অনূর্ধ্ব-২৩ দলের ফুটবলাররা।
আটটি দল এক সাথে যশোরে যা একটি বিরল ঘটনা। যশোরের শামস উল হুদা স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে উদ্বোধনী ম্যাচ শুরু হবে। এই স্টেডিয়ামে আসন সংখ্যা মাত্র ১২ হাজার।
৫০, ১০০, ২০০, ৩০০ টাকা দামে বিক্রি হয় টিকিট। সব টিকিট বিক্রি শেষ। এখন টিকিটি নিয়ে চলছে হাহাকার। স্টেডিয়ামের পাশে বড় পর্দাই হতে যাচ্ছে তাদের জন্য সান্ত্বনা।
গতবারের চ্যাম্পিয়ন দল মালয়েশিয়া। রানার্সআপ বাংলাদেশ। এবারও শিরোপা জয়ের দিক থেকে এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে এই দুই দেশের মধ্যে কোনো এক দেশের।
প্রসঙ্গত, টুর্ণামেন্টের ট্রফিতে রয়েছে ২১ ভরি স্বর্ণ। উদ্বোধনের চারদিন পর বাকি খেলাগুলো অনুষ্ঠিত হবে ঢাকায়।
৮ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
�