শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০১৬, ১০:৫৭:৫৩

বিশ্বকাপ ঘরে তুলতে মাশরাফিদের জন্য বিসিবির নতুন কর্মসূচি ঘোষণা

বিশ্বকাপ ঘরে তুলতে মাশরাফিদের জন্য বিসিবির নতুন কর্মসূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক : সবারই জেনে থাকার কথা জিম্বাবুয়ের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। জিম্বাবুয়ে সঠিক সময়ে আসবে এবং মাশরাফিদের সাথে ওই ম্যাচগুলো খেলবে। তবে এশিয়াকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শুধু এই জিম্বাবুয়ে সিরিজই যথেষ্ট নয় বিসিবির কাছে। বিশ্বকাপ ঘরে তুলতে মাশরাফিদের জন্য নতুন দুইটি কর্মসূচির ঘোষণা দিয়েছে বিসিবি। এক. শুক্রবার খুলনা যাবে মাশরাফিরা। জিম্বাবুয়ের বিপক্ষে ঘোষিত ১৪ জনই নয় বরং প্রাথমিক দলে থাকাদের নিয়ে মোট ২৭ জন ক্রিকেটার খুলনা যাবে। বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের মধ্যে ভাগ হয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফিরা। ৯ ও ১০ জানুয়ারি এই ম্যাচ দুটি হবে। দুই. জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে ঢাকায় আসার সুযোগ নেই সাকিবদের। টি-টোয়েন্টি দলের জন্য জন্য ঘোষিত ক্রিকেটাররা খুলনায় থাকবেন। ২২ জানুয়ারি চলবে জিম্বাবুয়ে সিরিজ। এর পরে খুলনায় বিশেষ ট্রেনিংয়ে মাশরাফিদের ব্যস্ত রাখবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৩১ জানুয়ারির পরে ঢাকায় আসবে তারা। ৮ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে