স্পোর্টস ডেস্ক : ডানা মেলে উড়তে চান মুস্তাফিজুর রহমান। বাংলাদেশই নয় দূর দেশে গিয়ে আলো ছড়ানোর স্বপ্ন দেখেন মুস্তাফিজুর রহমান। আঘাত পাওয়ার মত একটি বার্তা এরই মধ্যে উড়ে যায় মুস্তাফিজুর রহমানের কাছে।
সবকিছু শুনেও চুপচাপ কাটার বয় মুস্তাফিজ। পাকিস্তানের সুপার লিগে খেলতে খুব সম্ভব যাওয়া হবে না মুস্তাফিজের। বিসিবি কর্মকর্তাদের আগে মিডিয়ার মাধ্যমেই এই স্বপ্ন ভাঙা খবর জেনেছেন মুস্তাফিজুর রহমান।
মুস্তাফিজুর রহমান চুপচাপ এই বিষয়ে। বিসিবির প্রতি আস্থা তার। মুস্তাফিজকে পিএসএলে খেলার অনুমতি দেয়া হবে কি হবে না এনিয়ে এখনও চিন্তায় বিসিবি।
দেশের স্বার্থে বিদেশে যেতে দেয়া না হলে তাকে ক্ষতিপূরণ দেয়া হবে কি হবে না এ নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। একটি ধোঁয়াসা বিরাজ করছে মুস্তাফিজুর রহমানকে নিয়ে।
ধারনা করা যায় একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে সব ধোয়াসার পরিস্কতার জবাব দেবে বিসিবি।
৮ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর