বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১, ১১:৪০:৩০

১১টি বাউন্ডারি আর ৩টি ছক্কায় পৃথ্বি শ একাই করলেন ৮২ রান! করুণ পরিণতি কলকাতার

১১টি বাউন্ডারি আর ৩টি ছক্কায় পৃথ্বি শ একাই করলেন ৮২ রান! করুণ পরিণতি কলকাতার

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত, বলা চলে দিল্লির ওপেনার পৃথ্বি শয়ের কালবৈশাখী ঝড়ে উড়ে গেল গোটা কলকাতা। কলকাতার ছোঁড়া ১৫৫ রানের লক্ষ্যের জবাবে পৃথ্বি শ একাই করলেন ৮২ রান। তাও কি না মাত্র ৪১ বলে! ১১টি বাউন্ডারি আর ৩টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

দিল্লিতে পৃশ্বি শয়ের শো দেখল আইপিএলপ্রেমীরা। ম্যাচের প্রথম বল থেকেই কলকাতার বোলাদের ওপর চড়ায় হয়েছেন পৃথ্বি। শিভাম মাভির করা প্রথম ওভারেই নিয়েছেন ২৪ রান। ৪ বলে ৪ বাউন্ডারি আর একটি রান ওয়াইডে।

পৃথ্বির সেই মারকুটে শুরুটাই যেন বিধ্বস্ত করে দেয় নাইট শিবিরকে। এরপর যেন বল করতেই ভুলে গেছেন কলকাতার বোলাররা। নারিন, কামিন্স, বরুণ, প্রসিদ্ধ আজ কেউই বাঁচেননি পৃথ্বি শয়ের তাণ্ডবলীলা থেকে। শিখর ধাওয়ানকে সঙ্গে নিয়ে মাত্র ১২ ওভারেই ১০০ ছাড়ান পৃথ্বি।

এর আগে ৭ম ওভারে কামিন্সের প্রথম ডেলিভারিতে ডিপ স্কয়ার লেগে পাঠিয়ে মাত্র ১৮ বলে ফিফটি পূরণ করেন পৃথ্বি। পৃথ্বির সামনে সবচেয়ে বেশি অসহায় হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিবের পরিবর্তে একাদশে ঠাঁই পাওয়া ক্যারিবীয় স্পিনার সুনীল নারিন ও ভারতীয় পেসার প্রসিদ্ধ কৃষ্ণা।

৪ ওভারে ৩৬ রান নিয়ে কোনো উইকেট পাননি নারিন। প্রতি ওভারে ৯ করে দিয়েছেন। নারিনের চেয়ে বেশি খরুচে প্রসিদ্ধ। ৩ ওভারেই ৩০ রান দিয়েছেন তিনি।
সাফল্য এসেছে প্যাট কামিন্সের ঝুলিতে। শিখর ধাওয়ানকে হাফসেঞ্চুরি বঞ্চিত করেছেন তিনি। ১৩তম ওভারের পঞ্চম বলে ধাওয়ানকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন কামিন্স। ৪৫ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলেন ধাওয়ান।

জুটি ভাঙে ১৩২ রানের। কিন্তু তাতে উল্লাস করে কোনো লাভ হয়নি। ধাওয়ান আউটের সময় জয়ের জন্য দিল্লির প্রয়োজন পড়ে ৩৭ বলে ২৩ রানের। নিজের পরবর্তী ওভারে পৃথ্বি শকে ফেরান কামিন্স। পয়েন্টে নিতিশ রানার হাতে তালুবন্দি হয়ে শেষ হয় পৃথ্বির ৮২ রানের অনবদ্য ইনিংস।

এই রান করতে মাত্র ৪১ বল খেলেছেন এই দিল্লির হার্ডহিটার। একই ওভারের পঞ্চম বলে দিল্লির অধিনায়ক ঋষভ পন্তকে ফেরান কামিন্স। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। জয়ের জন্য তখন প্রয়োজন মাত্র ৪ রান। কিন্তু হাতে রয়েছে ৪ ওভার।

১৬তম ওভারে প্রসিদ্ধকে বাউন্ডারি হাঁকিয়ে দিল্লিকে জয়ের বন্দরে পৌঁছে দেন স্টইনিস। ফলে ২১ বল বাকি থাকতেই ৭ উইকেটে কলকাতা নাইট রাইডার্সকে হারাল দিল্লি ক্যাপিটালস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে