শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১, ০২:০৫:০৪

দ্বিতীয় দিনে সাফল্যের দেখা পেল বাংলাদেশ, একের পর এক তাসকিনের উইকেটের পর তাইজুলের দুর্দান্ত আঘাত

দ্বিতীয় দিনে সাফল্যের দেখা পেল বাংলাদেশ, একের পর এক তাসকিনের উইকেটের পর তাইজুলের দুর্দান্ত আঘাত

স্পোর্টস ডেস্ক: যেন খই হারিয়ে ফেললেন টাইগার ক্রিকেটাররা! এমন বাজে বোলিং আর  ফিল্ডিংয়ের পুরো ফায়দা নিল স্বাগতিক শ্রীলঙ্কা। অবশেষে দ্বিতীয় দিনে কিছুটা সাফল্যের দেখা পেয়েছেন বাংলাদেশের বোলাররা। পর পর দুই আঘাত তাসকিন আহমেদের এর পর আবার তাইজুলের এক উইকেট শিকার শেষ খবর পাওয়া পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৪ উইকেটে ৩৩৪ রান।

আজ শুক্রবার (৩০ এপ্রিল) দ্বিতীয় দিনের ষষ্ঠ ওভারের প্রথম বলে বাউন্ডারি মেরে শ্রীলঙ্কাকে তিনশ রানের ঘরে নেন ওশাডা ফার্নান্ডো। দ্বিতীয় দিন ডানহাতি এই ব্যাটসম্যান ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি করেছেন চার মেরে। এজন্য ১৩২ বল খেলেছেন তিনি। একই সঙ্গে লাহিরু থিরিমান্নের সঙ্গে তার জুটি একশ পূর্ণ হয়। এরপর দলীয় ৩১৩ রানের মাথায় ১৪০ রান করে আউট হন লাহিরু থিরিমান্নে। তাসকিন আহমেদ তাকে লিটন দাশের ক্যাচ বানান। ওশাডা ফার্নান্ডোর সঙ্গে দ্বিতীয় উইকেটে ১০৪ রানের জুটি ছিল তার। ২৯৮ বলে ১৫টি চারে সাজানো ছিল এই ইনিংস।

একনজরে সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ১১১ ওভারে ৩৩৪/৪ (দিমুথ করুনারত্নে ১১৮, লাহিরু থিরিমান্নে ১৪০, ধনাঞ্জয়া ডি সিলভা ২, অ্যাঞ্জেলা ম্যাথুজ ৫, ওশাডা ৬৫*, নিশাংকা ০*) তাসকিন ২/৮৬, তাইজুল ১/৬২, শরীফুল ১/৫৯।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে