স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের মাটিতে কাটার বয় মুস্তাফিজুর রহমানের মত নতুন একজন মুস্তাফিজুর রহমানের সন্ধান পাওয়া গেল। মুস্তাফিজুর রহমানকে নিয়ে যখন গর্ব করছে গোটা বাংলাদেশ।
তখন এল আরও চমকে ওঠার মত খবর। আর মাত্র ১৭ দিন বাকি বিশ্বকাপের মত একটি আসর মাঠে গড়ানোর। এর আগেই এল এ রকম একটি খবর!
কাটার মুস্তাফিজ খেলবেন জাতীয় দলের হয়ে এশিয়া ও টি-টোয়েন্টি বিশ্বকাপে। অনুর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় মেহেদি হাসানের মধ্যে মুস্তাফিজের কাটারকে খুঁজে পাওয়ায় গেছে।
নতুন মুস্তাফিজের বাড়ি চাঁদপুরের কচুয়ায়। মুস্তাফিজ সাতক্ষীরা অন্যদিকে কচুয়া থেকে উঠে এসেছেন মেহেদি হাসান।
অনুর্ধ্ব-১৯ দলে খেলবেন তিনি। মুস্তাফিজের মত কাটার জাদু দিয়ে বল করতে পারেন তিনি। অন্যদিকে মুস্তাফিজের প্রিয় খেলোয়াড় পাকিস্তানের আমির।
কচুয়ার মেহেদিরও প্রিয় খেলোয়াড় আমির। আসন্ন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে কাটার জাদু নিয়ে বাঁমহাতি মেহেদি হাসান ঘায়েল করতে চান প্রতিপক্ষকে।
৮ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর