সোমবার, ০৩ মে, ২০২১, ১১:৫২:২৬

আইপিএল থেকে মাঝপথেই দেশে ফিরছেন সাকিব-মোস্তাফিজ!

আইপিএল থেকে মাঝপথেই দেশে ফিরছেন সাকিব-মোস্তাফিজ!

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বিদেশ ফেরতদের ক্ষেত্রে কোয়ারেন্টাইনের নতুন নিয়ম চালু করতে যাচ্ছে বাংলাদেশ। যে কারণে, আইপিএল শেষ হওয়ার আগেই দেশে ফিরে আসতে হতে পারে আইপিএলে খেলা দুই ক্রিকেটার সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমানকে। তথ্যটা মিডিয়াকে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

ভারতে করোনার যে মারাত্মক অবস্থা দেখা দিয়েছে, তাতে দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। আবার করোনার কারণে শঙ্কায় আইপিএল ছেড়ে গেছেন বেশ কিছু বিদেশি ক্রিকেটার। যদিও আইপিএল কর্তৃপক্ষ দাবি করেছে, তারা নিরাপদ। যে কারণে এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেও আইপিএল চালিয়ে নিচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ড।

এরই মধ্যে আবার করোনা আক্রান্ত হয়েছেন কেকেআরের দুই ক্রিকেটার। যে কারণে আজ (সোমবার) রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ অনুষ্ঠিত হয়নি কেকেআরের। স্থগিত ঘোষণা করা হয়েছে।

এই পরিস্থিতিতে আইপিএল যেমন অনিশ্চিত হয়ে পড়েছে, তেমনি বিদেশি ক্রিকেটাররাও শঙ্কায় পড়ে গেছেন, নিজ নিজ দেশে ফেরার ব্যাপারে।

তবে সাকিব-মোস্তাফিজের আগেই দেশে ফিরে আসার সম্ভাবনা তৈরি হওয়ার কারণ ভিন্ন। ঈদের পরই ওয়ানডে সিরিজ খেলার জন্য বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে শ্রীলঙ্কার। সেই সিরিজের দলে রয়েছেন সাকিব-মোস্তাফিজ। কোয়ারেন্টাইনের নতুন নিয়ম প্রবর্তনের কারণে, লঙ্কানদের বিপক্ষে খেলার জন্য আগেই দেশে আসতে হবে এবং কোয়ারেন্টাইন শেষ করে তবেই তারা মাঠে নামতে পারবেন।

বাংলাদেশ সরকারের নতুন নীতিমালা অনুসারে ভারত এবং দক্ষিণ আফ্রিকা থেকে আসা ব্যক্তিদের ক্ষেত্রে অবশ্যই ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। যে নিয়ম ১ মে থেকে চালু হয়েছে। তবে সাকিব-মোস্তাফিজের ক্ষেত্রে বিসিবি স্বাধ্য অধিদপ্তরের ডিজির কাছ থেকে শিথিলতার আবেদন করবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে