বুধবার, ২৬ মে, ২০২১, ০৪:১০:২৬

খোদ আইসিসি থেকে সুখবর পেল মোস্তাফিজ

খোদ আইসিসি থেকে সুখবর পেল মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে জয় দিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সেই সঙ্গে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে টাইগাররা। এই সিরিজে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করে র‍্যাংকিংয়ে এগিয়ে গেছেন মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।

আইসিসির ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে দারুণ উন্নতি করেছেন দুজনই। দুই ম্যাচে মিরাজ নিয়েছেন ৭ উইকেট। দুর্দান্ত এই পারফরমেন্সে তিন ধাপ এগিয়ে ২ নম্বরে উঠে এসেছেন তিনি।

আইসিসির হালনাগাদ র‍্যাংকিংয়ে মিরাজের রেটিং পয়েন্ট এখন ৭২৫। অন্যদিকে আট ধাপ এগিয়ে ৯ নম্বরে অবস্থান করছেন মোস্তাফিজ। তার রেটিং পয়েন্ট ৬৫২। লঙ্কানদের বিপক্ষে এই সিরিজে এখন পর্যন্ত ৬ উইকেট নিয়েছেন তিনি। এর মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির ও প্যাট কামিন্সদের মতো বোলারদের। ওয়ানডে বোলিং র‍্যাংকিংয়ের শীর্ষে অবস্থান করছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। তার রেটিং পয়েন্ট ৭৩৭। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে