শনিবার, ২৯ মে, ২০২১, ১২:৫৬:১৭

যে ভয়ে পাকিস্তানের কোচ হতে চান না ওয়াসিম আকরাম

যে ভয়ে পাকিস্তানের কোচ হতে চান না ওয়াসিম আকরাম

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পেসার তিনি। উপাধি পেয়েছেন 'সুলতান অব সুইং'। দেশের অন্যতম সেরা অধিনায়কও। ১০৯টি ম্যাচে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন। এমন একজন মহাতারকাকে যে কোনো দেশই কোচ হিসেবে পেতে চাইবে। তবে অন্য দেশের কোচ হতে আপত্তি না থাকলেও নিজ দেশ পাকিস্তানের কোচ হতে কোনোভাবেই নিতে রাজি নন ওয়াসিম আকরাম।

সাম্প্রতিককালে খারাপ খেলার জন্য পাকিস্তান দলকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে। কোচ মিসবাহ উল হক থেকে দলের ক্রিকেটার- প্রত্যেককে আক্রমণ করা হয়েছে। আকরামের মতে, পাকিস্তানের কোচের যা চাপ তা তিনি সামলাতে পারবেন না। এক সাক্ষাৎকারে আকরাম বলেছেন, 'কোচ হলে বছরে ২০০-২৫০ দিন ব্যস্ত থাকতে হবে। সেটা এক ভয়ানক কঠিন কাজ। মনে হয় না পাকিস্তান বা নিজের পরিবার ছেড়ে এতদিন বাইরে থাকতে পারব। তাছাড়া পাকিস্তান সুপার লিগে বেশিরভাগ ক্রিকেটারই খেলে। সবার কাছে আমার নম্বর আছে। যে কেউ সাহায্য চাইলে আমি রাজি।'

শুধু তাই নয়, খারাপ খেললে কোচের প্রতি যে ব্যবহার করা হয়, সেটাও আকরামের কোচিংয়ে না আসার অন্যতম বড় কারণ। পাকিস্তানের ক্রিকেট সংস্কৃতিটাই আসলে এমন।

আকরাম আরও বলেছেন, 'আমি বোকা নই। মাঝে মাঝেই শুনি কোচ বা ক্রিকেটারদের সঙ্গে মানুষ খারাপ ব্যবহার করেছে। কোচ কিন্তু মাঠে নেমে খেলে না। সে শুধু পরিকল্পনা করে। তাই দল হারলে সেই দায় শুধু কোচের উপরে বর্তায় না। এই কারণে আমি ভীত। আমি এ ধরনের আচরণ সহ্য করতে পারি না।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে