রবিবার, ৩০ মে, ২০২১, ০৮:৫২:৫৬

ম্যানসিটিকে হারিয়ে নয় বছর পর দ্বিতীয়বারেরমত ইউরোপ জয়ের হাসি হাসলো চেলসি

ম্যানসিটিকে হারিয়ে নয় বছর পর দ্বিতীয়বারেরমত ইউরোপ জয়ের হাসি হাসলো চেলসি

স্পোর্টস ডেস্ক: অনেক দিনের জমানো প্রতিশোধটা েশষ পর্যন্ত নিতে পারল ইউরোপের জায়ান্ট ক্লাব চেলসি। প্রতিপক্ষ আরেক খ্যাতনামা দল ম্যানচেস্টার সিটি।  প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেও শিরোপা ঘরে তুলতে পারলো না পেপ গার্দিওলার শিষ্যরা।

শনিবার রাতে পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম শহর পোর্তোর এস্তাদিও দো দ্রাগাওয়ে মুখোমুখি হয় দুই ইংলিশ জায়ান্ট। যদিও করোনা ভাইরাসের কারণে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু পরিবর্তন করেছে উয়েফা। তুরস্কের ইস্তানবুলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

এদিন প্রথমার্ধের ৪২ মিনিটের সময় চেলসির কাই হ্যাভার্তজের করা একমাত্র গোলই জয়-পরাজয় নির্ধারণ করে দিল। ম্যানসিটিকে হারিয়ে নয় বছর পর দ্বিতীয়বারেরমত ইউরোপ জয়ের হাসি হাসলো চেলসি। এর আগে ২০১২ সালে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার স্বাদ পায় ক্লাবটি।

পিএসজিকে হারিয়ে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠে চেলসি। উয়েফা চেয়েছিলো ইংল্যান্ডের ওয়েম্বলিতে ফাইনাল ম্যাচ আয়োজন করতে। কিন্তু এই মুহূর্তে ইংল্যান্ডে যাতায়াতের ব্যাপারে কড়াকড়ি আছে। দুটো ক্লাবই ইংল্যান্ডের হলেও বাইরের দর্শক ইংল্যান্ডে যেতে পারত না। আবার ইংল্যান্ড সরকারও চায়নি দুই ক্লাব তুরস্কে গিয়ে খেলুক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে