বুধবার, ০২ জুন, ২০২১, ০৩:০৬:১৮

প্রথম বলেই ছক্কা দিয়ে শুরু আশরাফুলের, তারপর ছক্কা আর ছক্কা

প্রথম বলেই ছক্কা দিয়ে শুরু আশরাফুলের, তারপর ছক্কা আর ছক্কা

স্পোর্টস ডেস্ক: মাঠে চলছে ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা, আর এতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি হয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুভসূচনা পেয়েছে শেখ জামাল।

আজ মিরপুরের শের-ই-বাংলা মাঠে নামলেন আশরাফুল, সঙ্গে ক্রিজে ছিলেন সৈকত আলী। ওপেনিংয়ে নেমেই আজ দুর্দান্ত শুরু করলেন আশরাফুল, নিজের প্রথম বলেই মুকিদুল ইসলাম মুগ্ধকে ফ্লিক করে ছক্কা হাঁকিয়ে ইনিংস শুরু করেন আশরাফুল। তারপর ছক্কা আর ছক্কা।

ব্যক্তিগত ২০ রানের মধ্যেই ৩ ছক্কা হাঁকান অ্যাশ। তার সঙ্গে গাজি গ্রুপের বোলারদের ওপর তান্ডব শুরু করেন সৈকত আলীও। ব্যক্তিগত ২ রানে জীবন পেয়ে পাওয়ার প্লে’তে আর পেছনে তাকাননি এই ব্যাটসম্যান। তবে দলীয় ৬৯ রানে ফিরতে হয় তাকে।

পথ ছিল সামনের দিকে, নাসিরকে নিয়ে জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন আশরাফুল। কিন্তু ফিফটির কাছে দিয়ে ৪১ রানে আরিফুল হকের বলে নাসুম আহমেদের দারুণ ক্যাচে ফিরতে হয় তাকে। ৩৫ বলের এই ইনিংসকে ৪ ছক্কা হাঁকিয়েছেন আশরাফুল।

এদিকে আগের ম্যাচে আশরাফুলের ব্যাট থেকে এসেছিল ৩৮ রান। খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে ৬টি চার হাঁকিয়ে এই ইনিংস খেলেছিলেন ৩২ বলের মোকাবেলায়। তবে ১২ রানের জন্য পাওয়া হয়নি অর্ধশতকের দেখা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে