বুধবার, ০২ জুন, ২০২১, ১১:৪৮:১৮

শেষ পর্যন্ত ভারতে না হয়ে যে দেশে হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ!

শেষ পর্যন্ত ভারতে না হয়ে যে দেশে হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ!

করোনায় নাকাল পুরো ভারত। আইপিএল স্থগিত হয়ে গেল। এই পরিস্থিতিতে আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্ত বড় সমস্যা করেন। এ অবস্থায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন হওয়ার আভাস রয়েছে। যার তালিকায় আছে ওমাও। তবে এখনই এমন সিদ্ধান্ত নিচ্ছে না ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

এদিকে আইসিসি ভারতীয় ক্রিকেট বোর্ডকেই বরং ২৮ জুন পর্যন্ত সময় দিয়েছে নিজেদের সিদ্ধান্ত জানাতে। মঙ্গলবার আইসিসি বোর্ড ভার্চ্যুয়াল বৈঠক করে। যেখানে ভারতীয় বোর্ড- বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি ও সেক্রেটারি জয় শাহ যুক্ত ছিলেন। পিটিআইয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া তাদের খবরে বলছে, আইসিসির কাছে এক মাস সময় চেয়েছিল বিসিসিআই। আইসিসি যাতে মত দিয়েছে।

‘হ্যাঁ, আইসিসি বোর্ড বিসিসিআইয়ের অনুরোধে সাড়া দিয়েছে। ভারতে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তের বিষয়ে তারা ২৮ জুন পর্যন্ত সময় পাচ্ছে। তারা আগামী মাসে তাদের পরিকল্পনা নিয়ে বোর্ডে আসবে।’

ভারতে বিশ্বকাপ আয়োজন সম্ভব না হলে সেটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। আরব আমিরাতের তিন ভেন্যুর সঙ্গে খেলা হতে পারে ওমানেও।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে