সোমবার, ২৮ জুন, ২০২১, ০৯:০১:২৬

শচীনকে ছাপিয়ে অনন্য রেকর্ড ভারতীয় নারী ক্রিকেটারের

শচীনকে ছাপিয়ে অনন্য রেকর্ড ভারতীয় নারী ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক : একমাত্র টে'স্ট ম্যা'চের পর রবিবার থেকে ইংল্যান্ডের বিরু'দ্ধে ওয়ানডে সি'রিজে খেলতে নে'মেছে ভারতীয় নারী ক্রিকেট দল। আর সিরিজের প্রথম ম্যাচেই ব্রিস্টলে অনন্য রেক'র্ডের মালিক হলেন ভারতীয় ক্রিকেটার শেফালি ব'র্মা। বিরাট কোহলি কিংবা মহেন্দ্র সিং ধোনি তো দূরের কথা, এই রেকর্ড নেই সৌরভদের মতো তারকাদেরও। এমনকি ছাপিয়ে গেলেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারকেও। যদিও দলকে জেতাতে পারেননি শেফালি। নিজেও ব্যাট হাতে ব্য'র্থ হন।

এদিনই ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছে ডানহাতি এই ব্যাটসম্যানের। আর এর ফলেই দেশের সর্বকনি'ষ্ঠ ক্রিকেটার হিসেবে ক্রিকেটের তিন ফরম্যা'টেই খেলার ন'জির গড়লেন তিনি। ১৭ বছর ১৫০ দিন বয়সে এই নজির গ'ড়লেন শেফালি।

পুরুষ এবং নারী মিলিয়ে কনি'ষ্ঠতম ক্রিকেটারদের তালিকায় শেফালি পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন। আর মেয়েদের মধ্যে শেফালি রয়েছেন তিন নম্বরে। ওই তালিকায় আফগানিস্তানের মুজিব-উর রহমান তালিকায় শীর্ষে রয়েছেন।
মুজিবের পর দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের নারী দলের ক্রিকেটার সারা টেলর। ১৭ বছর ৮৬ দিন বয়সে তার তিন ফ'রম্যা'টেই অভিষেক হয়েছিল। এরপর রয়েছেন অস্ট্রেলিয়ার এলিস পেরি। তিনি আবার ১৭ বছর ১০৪ দিন বয়সে তিন ফ'র'ম্যা'টেই খেলার ন'জির গড়েছিলেন। চতুর্থ স্থানে রয়েছেন পাকিস্তানের মহম্মদ আমির (১৭ বছর ১০৮ দিন)। আর তারপরই শেফালির স্থান।

এত কম বয়সে আর কোনো ভারতীয় ক্রিকেটারের সব ধরনের ক্রিকেটে অ'ভিষে'ক হয়নি। টেস্ট অভিষেকের সময় শচীন টেন্ডুলকারের বয়স ছিল ১৬ বছর ২০৫ দিন। একদিনের ক্রিকেটে শচীন যখন প্রথম ম্যাচ খেলতে না'মেন, তখন তার বয়স ছিল ১৬ বছর ২৩৮ দিন। কিন্তু তখন টি-টোয়েন্টি ক্রিকেট হত না। শচীন একটিই টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন, তাও ২০০৬ সালে। তখন তার বয়স ৩৩ বছর।

অনন্য রে'ক'র্ড গড়লেও প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হে'রে গেছে ভারতের নারী ক্রিকেট দল। প্রথমে ব্যা'ট করে মিতালিরা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হা'রিয়ে ২০১ রান তোলেন। ১৫.১ ওভার বাকি থাকতেই সেই রান তুলে ফেলেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। তাও মাত্র দুই উইকেট হারিয়ে। অনন্য ন'জির গড়ার দিনে শেফালির সংগ্রহ ১৪ বলে ১৫ রান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে