রবিবার, ০৪ জুলাই, ২০২১, ১২:১২:২০

জয়ের পর ভদ্রতার এক অনন্য নজির দেখালেন মেসি

জয়ের পর ভদ্রতার এক অনন্য নজির দেখালেন মেসি

মেসির পায়ে যাদু আছে আজ আবারো তা প্রমাণ করলেন। মেসি মানে জয় চাই এমনটি প্রত্যেকটা দর্শকের মনের কথা। আজ সেই চাহিদাই পূরণ করলেন। তার দুর্দান্ত খেলার কারণে আজ দারুণ জয় পেল আর্জেন্টিনা।

আজ মেসির জাদুকরি গোল-এসিস্টে ইকুয়েডরের বিপক্ষে দুর্দান্ত জয় পায় আলবিসেলেস্তেরা। অথচ ম্যাচের শুরুটা ছিল মেসির জন্য হতাশাময়। ম্যাচের বয়স তখন ২২ মিনিট। গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। তবে প্রথমার্ধেই ভুলের মাশুল দিয়েছেন তিনি, সহায়তা করেছেন রদ্রিগো ডি পলের গোলে।

পরে দ্বিতীয়ার্ধে ৮৪ মিনিটের সময় মেসির পাস থেকেই দলের দ্বিতীয় গোলটি করেন লাউতারো মার্টিনেজ। আর শেষ বাঁশি বাজার কয়েক মিনিট আগে দর্শনীয় এক ফ্রি-কিকে ইকুয়েডরের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন আর্জেন্টাইন জাদুকর।

চলতি কোপা আমেরিকায় মেসির এটি চতুর্থ গোল। পাশাপাশি তিনি করেছেন চারটি এসিস্টও। যা আন্তর্জাতিক ফুটবল টুনামেন্টের ইতিহাসে নকাআউট পর্যায়ে সবচেয়ে বেশি গোলে জড়িত থাকার রেকর্ড গড়লেন মেসি।

এদিকে দেশের হয়ে প্রথম আন্তর্জাতিক শিরোপা জয়ের মিশনে দুর্বার গতিতেই ছুটছেন বিশ্বের অন্যতম সেরা এ ফুটবলার। এখন সেরা চারের ল'ড়াইয়ে তাদের সামনে কলম্বিয়া বাধা। আজকে ম্যাচ সেরা পুরুস্কার জিতেছেন মেসি।

ম্যাচ শেষে মেসি ভদ্রতার এক অনন্য নজির দেখালেন,  তাদের প্রসংশা করে বলেন ম্যাচটি কঠিন ছিল। আমরা জানতাম তাদের দলে অনেক তরুণ সদস্য আছে। গোল দেওয়ার আগ পর্যন্ত বেশ ল'ড়াই করতে হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা আরেক ধাপ এগিয়ে গিয়েছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে