রবিবার, ০৪ জুলাই, ২০২১, ০৩:৫৪:৪৩

মেসির ঘোষণা; ট্রফি নিয়েই ঘরে ফিরতে চাই

মেসির ঘোষণা; ট্রফি নিয়েই ঘরে ফিরতে চাই

এবারের টুর্নামেন্টে নিখুঁত খেলা যাকে বলে তাই দেখালেন মেসি। যার যাদুতে সেমিফাইনালে আর্জেন্টিনা।  কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে ৩-০ গোলের জয়ের নায়ক তিনিই। অধিনায়ক বহন করেন কোটি কোটি মানুষের পতাকা যারা খেতাব চান।

যদিও প্রথমার্ধে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন মেসি। প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও বল লাগান পোস্টে। তবে দুর্দান্ত পারফরম্যান্সে পরে পুষিয়ে দেন ঠিকই। দলের প্রথম দুই গোলই তার পাস থেকে। ম্যাচের শেষ সময়ে নিজেও জালের ঠিকানা খুঁজে নেন দুর্দান্ত ফ্রি কিকে।

এবারের আসরে পাঁচ ম্যাচে চারবার ম্যাচ সেরার ট্রফি উঠল তার হাতে। ৪টি করে গোল ও অ্যাসিস্ট করে এখনও পর্যন্ত টুর্নামেন্টে দুটিতেই তিনি শীর্ষে। ব্যক্তিগত অর্জন যে তার কাছে মুখ্য নয়, আবার জানিয়ে দিলেন ইকুয়েডরকে হারানোর পর।

মেসি জানান, ব্যক্তিগত অর্জন পরে আমরা এখানে অন্য কিছুর জন্য এসেছি। আমি পুরো দলকে অভিনন্দন জানাতে চাই, তারা যে পরিমাণ পরিশ্রম করে চলেছে। অনেকদিন ধরে আমরা আমাদের পরিবার থেকে দূরে। আমাদের একটা লক্ষ্য আছে এবং সেটার ব্যাপারেই চিন্তা করি। এবার সেই সুযোগে দলীয় ট্রফি নিয়েই ঘরে ফিরতে চাই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে