শুক্রবার, ০৯ জুলাই, ২০২১, ০২:২৩:২৬

এবার আর্জেন্টিনার পত্রিকায় গুরুত্ব দিয়ে প্রকাশ হলো বাংলাদেশি সমর্থকদের নিয়ে যে খবর!

এবার আর্জেন্টিনার পত্রিকায় গুরুত্ব দিয়ে প্রকাশ হলো বাংলাদেশি সমর্থকদের নিয়ে যে খবর!

ফুটবল নিয়ে সারা বিশ্বের মতো বাংলাদেশেও আছে উম্মাদনা, আছে উৎসাহ উদ্দীপনা। তবে মাঝে মাঝে বাংলাদেশি সমর্থকরা লেগে যান সংঘর্ষ আর মারামারিতে। তেমনি একটা ঘটনা ঘটে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নে। সংঘর্ষে জড়ায় ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকেরা যাতে আহত হন ৪ জন।

তবে অবাক হওয়ার মতো বিষয় হলো, ওই সংঘর্ষের খবর গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম 'বুয়েন্স এইরেস টাইমস'-এ। সেই সংবাদের শিরোনাম দেওয়া হয়েছে, 'বাংলাদেশে কোপা আমেরিকা ঘিরে সংঘর্ষের ঘটনায় সতর্কতা জারি'। 

আর আগামী ফাইনালে সংঘর্ষের আশংকায় ব্রাহ্মণবাড়িয়ায় ভোর ৫টা থেকে মাঠে থাকবে পুলিশ। জনগণকে বাইরে বের না হয়ে নিজের বাসায় বসে খেলা দেখার নির্দেশনা দেওয়া হয়েছে।

আর্জেন্টিনার উক্ত 'বুয়েন্স এইরেস টাইমস'-এ পুলিশের এই সতর্ক অবস্থানটির কথাই তুলে ধরা হয়েছে। এতে আরও বলা হয়, 'কোপা আমেরিকা আর বিশ্বকাপের সময় বাংলাদেশের ১৬ কোটি জনগনের মাঝে ফুটবল উন্মাদনার সৃষ্টি হয়। লাখ লাখ ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থক তাদের প্রিয় দলের পতাকা নিজেদের বাড়িতে এবং রাস্তায় স্থাপন করে। মাঝেমধ্যে দুই পক্ষে সংঘর্ষও হয়। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের সময় দেশটিতে ১২ বছর বয়সী এক ব্রাজিল সমর্থক রাস্তায় পতাকা ওড়াতে গিয়ে মারা যায়। তাছাড়া অন্য একটি ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে এক পিতা ও তার পুত্র মারাত্মক আহত হন।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে