সোমবার, ১২ জুলাই, ২০২১, ১২:৫৭:৪৬

ইউরো ফাইনাল পরিচালনা করবেন পৃথিবীর ধনীতম এই রেফারি!

ইউরো ফাইনাল পরিচালনা করবেন পৃথিবীর ধনীতম এই রেফারি!

স্পোর্টস ডেস্ক : ইউরোর ফাইনালে মুখোমুখি ইতালি ও ইংল্যান্ড। ১৯৬৬ বিশ্বকাপের পর এই প্রথম বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ইংল্যান্ড। আর বারবার ইউরোর ফাইনালে উঠেও শিরোপা জিততে না পারা ইতালি।

রবিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হবে শিরোপার লড়াই। বহুকালের শিরোপা খরা কাটানোর মিশন নিয়ে ওয়েম্বলি স্টেডিয়ামে নামছে দুই দল। 

ওয়েম্বলিতে ইউরোর ফাইনাল ম্যাচটি পরিচালনার দায়িত্বে রয়েছেন ডাচ রেফারি বিয়র্ন কুপার্স। অনেক বড় বড় ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন এই রেফারির অন্য একটি বিশেষত্বও রয়েছে। বলা হচ্ছে, পৃথিবীর ধনীতম রেফারি হলেন এই কুপার্স।

২০০২ সালে পেশাদার রেফারিংয়ে অভিষেক ৪৮ বছরের কুপার্সের। এবারের ইউরোর কোয়ার্টার ফাইনালে ডেনমার্ক বনাম চেক প্রজাতন্ত্রের ম্যাচটাও তিনিই পরিচালনা করেছিলেন। আবার ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া ম্যাচে চতুর্থ রেফারি হিসেবে ছিলেন তিনি।

ইউরোর ফাইনালে প্রথম ডাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি। উয়েফা আয়োজিত প্রতিযোগিতায় রেফারিং করার প্রচুর অভিজ্ঞতা রয়েছে কুপার্সের। মোট সাতটি উয়েফা আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল পরিচালনা করেছেন। এর মধ্যে আছে দুটি ইউরোপা লিগ এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালও।

২০১৬ সালেই এই ডাচ রেফারির সম্পত্তির পরিমাণ ছিল ১১.৫ মিলিয়ন পাউন্ড। নেদারল্যান্ডস এবং বেলজিয়ামে বহুল পরিচিত জাম্বো কুপার্স নামক সুপার মার্কেট চেনের সহ প্রতিষ্ঠাতা তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে