মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১, ০৩:৫৬:২০

আইসিসি কেউ না; আমিই ক্রিকেটের বস : ক্রিস গেইল

আইসিসি কেউ না; আমিই ক্রিকেটের বস : ক্রিস গেইল

স্পোর্টস ডেস্ক : কয়েক বছর আগেই নিজেকে টি-টোয়েন্টি ক্রিকেটের 'ইউনিভার্স বস' ঘোষণা করেছিলেন ক্রিস গেইল। তার এই ঘোষণায় কেউ আপত্তি করেনি। কারণ টি-টোয়েন্টি ক্রিকেটে তাকে ছাড়ানোর মতো কেউ নেই। এরপর থেকে ব্যাটে 'ইউনিভার্স বস' স্টিকার লাগিয়ে মাঠে নামতেন। কিন্তু এখন তার ব্যাটে স্টিকার থাকে শুধু 'দ্য বস'। এর পেছনের কারণ ব্যখ্যা করতে গিয়ে রসিক এই ক্রিকেটার বলেছেন, আইসিসি নয়; তিনিই ক্রিকেটার বস।

সেন্ট লুসিয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ঝড় তুলেছেন ক্রিস গেইল। আজ মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে তিনি ৩৮ বলে ৭ ছক্কায় ৬৭ রান করে অজিদের উড়িয়ে দেন। প্রথম ক্রিকেটার হিসেবে ১৪ হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন। ম্যাচ শেষে তার ব্যাটে 'দ্য বস' লেখার কারণ সম্পর্কে তিনি বলেন, 'এখানে শুধু লেখা 'দ্য বস।' আসলে তো এটা 'ইউনিভার্স বস।' তবে আইসিসি চায় না আমি 'ইউনিভার্স বস' ব্যবহার করি। তাই সংক্ষপ্তি করে শুধু 'দ্য বস' করে নিয়েছি। কারণ আমিই তো বস!'

সাংবাদিকরা তখন গেইলকে মজা করে প্রশ্ন করেন, আইসিসিই তো ক্রিকেটের আসল বস। তাই নয় কি? হেসে ফেলে গেইল বলেন, ''না না না, তারা নয়, আমিই, আইসিসি নয়, টেকনিক্যালি আমিই ক্রিকেটের বস। ১৪ হাজার টি-টোয়েন্টি রান করতে পারা দারুণ অর্জন। এখন আমার নিজেকে লক্ষ্য দেওয়া উচিত ১৫ হাজার। প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৪ হাজার করতে পারা খুবই তৃপ্তির। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে