শনিবার, ১৭ জুলাই, ২০২১, ০৯:৫৩:১৫

শক্তিশালী স্কোয়াড ঘোষণা, প্রথম ম্যাচে যাদের বিরুদ্ধে মাঠে নামবে আর্জেন্টিনা

শক্তিশালী স্কোয়াড ঘোষণা, প্রথম ম্যাচে যাদের বিরুদ্ধে মাঠে নামবে আর্জেন্টিনা

মাত্র কিছুদিন হলো কোপা আমেরিকা শিরোপা ঘরে তুলল মেসিরা। আর এরই মাঝে আরেক খবর। আবারো মাঠে নামছে আর্জেন্টিনা। এবার জাপানের রাজধানী টোকিওতে বসছে অলিম্পিকের আসর। এতে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

মোট চারটি গ্রুপে ভাগ হয়ে মোট ১৬টি দল অংশ নিচ্ছে এবারের আসরে। জেনে রাখা দরকার, অলিম্পিকে মূলত অনূর্ধ-২৪ দলের খেলা হয়। তবে প্রতিটি দলে সর্বোচ্চ ৩ জন ২৪ বছরের বেশি বয়সের খেলোয়াড় খেলতে পারেন।

যারা আছে শক্তিশালী আর্জেন্টিনা স্কোয়াডে:

গোলরক্ষক: জেরেমিয়াস লেদেসমা, লাউতারো মোরালেস, জ্যাকুইন বিয়াজকুয়েজ। ডিফেন্ডার: হের্নান ডি লে ফুয়েন্তে, মার্সেলো হেরেরা, নেহুয়েন পেরেজ, লিওনেল মোসেভিচ, ফাকুন্দো মেদিনা, ফ্রানসিস্কো ওরতেগা, ক্লদিও ব্রাভো। মিডফিল্ডার: ফুস্তো ভেরা, সান্তিয়াগো কলম্বাত্তো, টমাস বেলমন্তে, মার্টিন পায়েরো, থিয়াগো আলমাদা, এজেকুয়েল বার্কো। ফরোয়ার্ড: কার্লোস ভেলেনজুয়েলা, পেদ্রো ডি লা ভেগা, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, অগাস্টিন উর্জি, এডোফো গাইচ, এজেকুয়েল পোনসে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে