রবিবার, ১৫ আগস্ট, ২০২১, ১২:২৮:৪২

হাল ধরলেন বাবর আজম, বড় স্কোরের পথে পাকিস্তান!

হাল ধরলেন বাবর আজম, বড় স্কোরের পথে পাকিস্তান!

শুরুতে মনে মনে হয়েছিল খুব বেশি সুবিধা করতে পারবে না পাকিস্তান।  ওয়েস্ট ইন্ডিজের দাপটে বোলিংয়ে অনেকটাই কিংস্টন তাদের দখলে।
তবে হাল ধরলেন অধিনায়ক বাবর আজম। তার ব্যাটে পাকিস্তান বড় স্কোরের স্বপ্ন দেখছে। তৃতীয় দিনের খেলা শেষে পাকিস্তানের লিড ১২৪ রান।

এদিকে ৮ উইকেটে ২৫১ রান নিয়ে তৃতীয় দিন খেলতে নেমে ক্যারিবীয়রা আর ২ রান যোগ করতেই হারায় শেষ ২ উইকেট। দুটি উইকেটই শিকার করেন শাহীন শাহ আফ্রিদি, যিনি ইনিংসে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেছেন। এছাড়া মোহাম্মদ আব্বাস তিনটি উইকেট শিকার করেন।

প্রথম ইনিংসে ক্যারিবীয়রা পায় ৩৬ রানের লিড। জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১ রানেই প্রথম উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। এরপর আবিদ আলী (৩৪) ও আযহার আলী (২৩) প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও দুজনের কেউই থিতু হতে পারেননি।

এদিকে ফাওয়াদ আলম শূন্য রানে সাজঘরে ফিরলেও দলের হাল ধরেন অধিনায়ক বাবর আজম। মোহাম্মদ রিজওয়ানের সাথে পঞ্চম উইকেটে গড়েন ৫৬ রানের পার্টনারশিপ। রিজওয়ান ৩০ রান করে বিদায় নিলে ফাহিম আশরাফকে নিয়ে দিনের খেলা শেষ করেন। বাবর ১৩৯ বলে ৫৪ রান করে অপরাজিত রয়েছেন। ৭৯ বলে ১২ রান করে অপরাজিত ফাহিম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে