মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১, ০৫:৫৫:৪৫

দুটি বিষয় ঠিক রাখতে পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল করা সম্ভব: মাহমুদউল্লা

দুটি বিষয় ঠিক রাখতে পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল করা সম্ভব: মাহমুদউল্লা

একেবারে নাকের ঠগায় চলে এসেছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম ম্যাচে নামতে হবে টাইগারদের, প্রতিপক্ষ ওমান, খেলা হবে আগামী ১৭ অক্টোবর থেকে । তবে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ কোন দলকেই ছোট করে দেখতে নারাজ।

এদিকে প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে বাংলাদেশকে লড়তে হবে ওমান, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনির মত ছোট দলের বিপক্ষে। 

আজ আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ দলপতি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের মত টুর্নামেন্টে সব ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। যার বিপক্ষেই খেলুন, প্রথম বল থেকেই ভালো খেলতে হবে। ঠিক মানসিকতায় থাকতে হবে এবং দলের প্রক্রিয়া ঠিক রাখতে হবে, তাহলেই প্রতি ম্যাচে জেতা সম্ভব।’ তার মতে এই দুটি বিষয় ঠিক রাখতে পারলে দল ভাল করবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে