শনিবার, ২১ আগস্ট, ২০২১, ০৭:৩৮:০৯

শঙ্কা দূর, তামিমকে নিয়ে যে পরিকল্পনার কথা জানালেন আকরাম খান

  শঙ্কা দূর, তামিমকে নিয়ে যে পরিকল্পনার কথা জানালেন আকরাম খান

তামিম ইকবালকে ছাড়া বাংলাদেশ দলের পরিপূর্ণতা একেবারেই কল্পনা করা যায় না। নাকের ডগায় চলে এসেছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এমন অবস্থায় সবাই চিন্তিত তামিম ইকবালকে নিয়ে। সে আদৌ খেলতে পারবে কীনা। এই বিশ্বকাপকে সামনে রেখে অনেক দেশ  ইতিমধ্যে তাদের স্কোয়াড ঘোষণাও করে ফেলেছে। 

এদিকে নির্বাচকদের কথা অনুযায়ী আসন্ন নিউজিল্যান্ড সিরিজ চলাকালীন টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হতে পারে।
বাংলাদেশের বড় ভরসার জায়গা তামিমকে নিয়ে যে শঙ্কা জেগেছে সেই ব্যাপারে মুখ খুলেছেন  বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। উড়িয়ে দিয়েছেন সেই আশংকা।

এই ব্যাপারে সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, তামিম ফিট থাকলে সে অবশ্যই বিশ্বকাপ দলের অবধারিত অংশ। তাকে নিয়েই দল সাজানোর পরিকল্পনা রয়েছে।

তিনি আরো বলেন, তামিম দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান এবং এটা নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা নয়। সে ফিট থাকলে খেলবে এবং দলের সঙ্গেও থাকবে। ওর চোট সমস্যা নিয়ে চিকিৎসক ও ফিজিওর সঙ্গে নির্বাচকরা নিয়মিত কথা বলছে। আমাদের সজাগ দৃষ্টি রয়েছে। তামিমকে নিয়ে কোনো সংশয় দেখছি না। সে প্রতিষ্ঠিত ও ভালো মানের খেলোয়াড়। ফিট থাকলে কোনো চিন্তা নেই এবং আমাদের জন্য ভালো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে