তালেবানের হাতে পুরো আফগানিস্তান, এমনতবস্থায় বড় শঙ্কা জাগছিল তাদের ক্রিকেট নিয়ে। যেখানে তালেবানের ভয়ে মানুষ বাড়ি-ঘর ছেড়ে পালাচ্ছে, সেখানে ক্রিকেট খেলা আদৌ চলবে কিনা। অবশেষে তালেবানের কথাই সত্যি হলো, সুখবর পেলেন রশিদ খানরা।
সেখানে রবিবার নয়া অন্তর্বর্তী চেয়ারম্যানের নাম ঘোষণা করা হল। আজিজউল্লা ফজলিকেই কার্যকরী চেয়ারম্যান হিসেবে বেছে নেওয়া হল। এদিন আফগান বোর্ডের তরফে টুইট করে জানানো হয়, “প্রাক্তন এবিসি চেয়ারম্যান আজিজউল্লাহ ফজলিকেই ফের কার্যকরী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হল। আফগানিস্তান দলের আসন্ন প্রতিযোগিতার সব দায়িত্ব তিনিই সামলাবেন।” ২০১৮-র সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের জুলাই পর্যন্ত চেয়ারম্যান পদে ছিলেন তিনি। তাঁর পরে ফারহান ইউসুফজাই চেয়ারম্যানের পদে বসেন।
তালিবান জমানায় ফের দায়িত্ব পেলেন ফজলি। সামনেই পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ রয়েছে রশিদ খানদের। কিন্তু আপাতত প্রায় সব দেশের সঙ্গেই বিমান পরিষেবা বন্ধ আফগানিস্তানের। তাই এক্ষেত্রে গোটা বিষয়টা সামলানো বড় চ্যালেঞ্জ ফজলির সামনে।