সোমবার, ২৩ আগস্ট, ২০২১, ১১:৩০:২৫

গোল বাতিল হলেও বহাল থাকে হলুদ কার্ড, কপাল খারাপ রোনালদোর

গোল বাতিল হলেও বহাল থাকে হলুদ কার্ড, কপাল খারাপ রোনালদোর

দুর্দান্ত ফর্মে থাকা রোনাদোকে শুরুতে নামানো হয়নি। রবিবার রাতে লিগে নিজেদের প্রথম ম্যাচে উদিনেসের বিপক্ষে মাঠে নামে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল জুভেন্টাস। প্রতিপক্ষে মাঠে ২-২ গোলে ড্র করেছে জুভেন্টাস। শুরুর একাদশে না থাকা রোনালদো বদলি হয়ে মাঠে নামেন ৬০তম মিনিটে।

ম্যাচে তখন জুভেন্টাস ২-১ ব্যবধানে এগিয়ে। জুভেন্‌টাসের হয়ে গোলের দেখা পেয়েছিলেন পাওলো দিবালা ও হোয়ান কুয়াদরাদো। ম্যাচের ৮৩তম মিনিটে গোল করে ম্যাচে ২-২ এ সমতা নিয়ে আসেন উদিনেসের জেরার্ড দেলোফেউ।

ম্যাচের বাকি সময়ে দুদলই পাল্টাপাল্টি আক্রমণে খেলতে থাকে। ম্যাচের যোগ করা সময়ে প্রতিপক্ষে জালে বল পাঠিয়েও ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই ‘গোল’ উদযাপনও করেছেন জুভেন্টাসের খেলোয়াড়রা। রোনালদো তো খুলে ফেলেন জার্সিই।

এদিকে জার্সি খুলে উদযাপন করায় রোনালদোকে হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভার) রিপ্লেতে দেখা যায় রোনালদোর সেই গোলটি অফসাইড ছিল। গোল বাতিল হলেও বহাল থাকে হলুদ কার্ড, কপাল খারাপ রোনালদোর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে