মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১, ০৩:৫৬:০৪

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল চূড়ান্ত, আরো যা বললেন অধিনায়ক মাহমুদউল্লাহ

 আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল চূড়ান্ত, আরো যা বললেন অধিনায়ক মাহমুদউল্লাহ

দেখতে দেখতে একেবারে হাতের নাগালে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য দলগুলোর থেকে খেলোয়াড় ও অফিসিয়ালদের তালিকা চেয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যা ১০ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে হবে।

আগের মতোই ১৫ জন খেলোয়াড় ও ৮ জন অফিসিয়ালের নাম চেয়েছে আয়োজকরা। ইতিমধ্যে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে একাধিক দেশ। এখনো দল ঘোষণা করেনি বাংলাদেশ। তবে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানালেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড চূড়ান্ত করেছেন তারা।

কোচ রাসেল ডমিঙ্গো ও নির্বাচকদের সঙ্গে আলোচনা করে সবকিছু ঠিক করে ফেলেছেন মাহমুদউল্লাহ। অধিনায়ক ইঙ্গিত দিয়েছেন, খেলোয়াড়রাও জেনে গেছেন কারা থাকছেন, কারা থাকছেন না। তবে দল ঘোষণার আগ পর্যন্ত সেসব নিয়ে বেশি কথা বলতে পারছেন না।

যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে বিশ্বকাপের দল চেয়ে ছিলেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। এই সিরিজে ছেলেদের চাপ কমানোর জন্য আগেভাগেই দল চেয়ে ছিলেন তিনি। তবে মাহমুদুল্লাহ রিয়াদ জানিয়েছেন বিশ্বকাপ স্কোয়াডে কে কে থাকবেন তা সবারই জানা।

সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘বিশ্বকাপ দল মোটামোটি পুরোপুরি ঠিক করা হয়েছে, অল সেট। কোচ এবং আমার কথা হয়েছে। নির্বাচকরা আশা করি দলটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবেন। এটা হয়তো বা ভালো হতো; যদি সিরিজের আগে দলটা দিয়ে দেওয়া হতো”।

“তাহলে ক্রিকেটাররা নির্ভার থাকতে পারতো। কিন্তু আমার মনে হয়, এটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই। আমাদের কাজ ক্রিকেট খেলা। মাঠে আমরা নিজেদের কতটুকু মেলে ধরতে পারি এই জিনিষগুলো আমাদের ক্রিকেটার হিসেবে চিন্তা করা উচিত।’

“আমার আর কোচের মধ্যে আলোচনা হয়েছে, নির্বাচকরাও উনাদের ভাবনা জানাবেন। শিগগিরই আপনারা জানতে পারবেন কী হচ্ছে। সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে।’-যোগ করেন মাহমুদুল্লাহ রিয়াদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে