শুভ সূচনা করল মেসির আর্জেন্টিনা। শক্তিশালী আর্জেন্টিনার কাছে পাত্তাই পেল না ভেনেজুয়েলা। ৩-১ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়লেন মেসিরা। আরো একধাপ এগিয়ে গেলেন দুই বারের চ্যাম্পিয়নরা।
কোন রকম গোল না খেয়েই মাঠ ছাড়তে পারতো আর্জেন্টিনা, কিন্তু ম্যাচের একদম শেষ সময়ে গিয়ে পেনাল্টিতে গোল হজম করে তারা। তবে এর আগেই লাউতারো মার্টিনেজ, হোয়াকিন কোররেরা ও অ্যাঞ্জেল কোররেয়ার গোলে নিজেদের কাজ সেরে রেখেছিল আলবিসেলেস্তেরা।
যারা ছিলেন আর্জেন্টিনার একাদশে: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, জার্মান পেজ্জেল্লা, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা, জিওভানি লো সেলসো, রদ্রিগো ডি পল, গুইদো রদ্রিগেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।
যারা ছিলেন ভেনেজুয়েলার একাদশে: ফারিনেজ, গনজালেজ, ফেররারেসি, ভেলাকুয়েজ, গনজালেজ, সাভারিনো, রিনকন, মার্টিনেজ, সোতেলদো, জোসেফ ও রামিরেজ।