রবিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫৫:৫৯

আমরা ভালোভাবে কামব্যাক করতে পারব, আমাদের প্রধান টার্গেট সিরিজ জয়: মাহমুদউল্লাহ

আমরা ভালোভাবে কামব্যাক করতে পারব, আমাদের প্রধান টার্গেট সিরিজ জয়: মাহমুদউল্লাহ

জিতলেই দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত। এমন সহজ সমীকরণ সামনে রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে ১২৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের কারণে ৫২ রানে হেরে যায় বাংলাদেশ।

খেলা শেষে রোববার মিরপুর শেরেবাংলায় অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, নিউজিল্যান্ডকে ১৩০ রানের মধ্যে আটকে রাখার জন্য আমাদের বোলারদের কৃতিত্ব দিতে হবে। তবে আমরা প্রত্যাশিত মানের ব্যাটিংয়ে করতে পারিনি। আমরা যদি এক থেকে দুইটা পার্টনারশিপ গড়তে পারতাম তাহলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত। 

পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় খেলায় হেরে গেলেও সিরিজ জয়ে আশাবাদী বাংলাদেশ দলের এ অধিনায়ক বলেন, সিরিজে এখনও দুটি ম্যাচ বাকি আছে। আমি আশা করি আমরা ভালোভাবে কামব্যাক করতে পারব। আমাদের প্রধান টার্গেট সিরিজ জয়। 

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১০.৫ ওভারে ৬২ রানে ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে