বুধবার, ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪১:৪৬

নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পর ম্যাচ শেষে যা বললেন মাহমুদউল্লাহ

 নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পর ম্যাচ শেষে যা বললেন মাহমুদউল্লাহ

অবশেষে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে কিউইদের জয়ের পর যে শঙ্কা ভর করেছিল, সেটা কেটে গেছে। মিরপুরের ব্যাটিং বধ্যভূমিতে ৬ উইকেটে জিতে গেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এই জয়ের পেছনে দলের সবাইকে কৃতিত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ। বিশেষ করে বোলারদের। ৪ উইকেট নিয়ে টপ অর্ডার ধসিয়ে ম্যাচসেরা হয়েছেন নাসুম আহমেদ। আর লেজটা ছেঁটে দেওয়া মুস্তাফিজও নিয়েছেন ৪ উইকেট। পুরো দল আজ জয়ের জন্য ক্ষুধার্ত ছিল।

ম্যাচ শেষে মাহমুদউল্লাহ বলেছেন, 'বোলাররা আসলেই দারুণ করেছে। তারা স্কোরটাকে আটকে রেখেছে। এজন্য বোলারদের কৃতিত্ব দিতেই হবে, বিশেষ করে নাসুমকে। সে অসাধারণ বোলিং করেছে। ফিজও (মুস্তাফিজ) ছিল অসাধারণ। এছাড়া সাকিবসহ সব বোলার খুব ভালো করেছে।'

কিউইদের করা ৯৩ রান চেজ করতে বাংলাদেশের লেগেছে ১৯.১ ওভার। এমন ভয়ংকর উইকেটে রান চেজিং নিয়ে হতাশ কিনা- এমন প্রশ্নে মাহমুদউল্লাহ বলেন, 'না, আমি মনে করি না। ব্যাটাররা তাদের সর্বোচ্চ চেষ্টাই করেছে। ইনিংসের মাঝপথে আমাদের ভালো একটা পার্টনারশিপ দরকার ছিল। আমি আর নাঈম চেষ্টা করেছি। নাঈম খুব ভালো করেছে। আফিফ পালন করেছে ফিনিশারের ভূমিকা। রান চেজ করার জন্য এমন একটা জুটি আমাদের দরকার ছিল।'

জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ। অধিনায়ক হিসেবে অনুভূতি জানিয়ে মাহমুদউল্লাহ বলেন, 'অবশ্যই এটা দারুণ অনুভূতি। এর কৃতিত্ব সব খেলোয়াড় এবং টিম ম্যানেজম্যান্টের। ছেলেরা আজ জয়ের জন্য যেভাবে ক্ষুধার্ত ছিল, এতেই আমরা সিরিজ নিশ্চিত করতে পেরেছি। সামনে আরও একটি ম্যাচ আছে। আমরা সেটিতেও জিততে চাই। আজ জিতলেও এই ম্যাচের ভুলগুলো আমরা খুঁজে বের করব, এবং সেগুলো শোধরাতে হবে। জয়ের ধারা ধরে রাখতে সবাইকে ইতিবাচক চিন্তা করতে হবে।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে