শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১, ০২:২৪:৩৬

উল্লাস আর আনন্দে ফেটে পড়লেন মেসির মা-ভাইয়েরা

উল্লাস আর আনন্দে ফেটে পড়লেন মেসির মা-ভাইয়েরা

এমন দিনক্ষণের অপেক্ষায় কত দিন আর রাত পার করেছেন লিওনেল মেসি। অবশেষে মেসির জীবনে স্মরণীয় ঘটনা, পূরণ জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। 
ফুটবলের যাদুকর ব্রাজিলের পেলেকেও পেছনে ফেলে আজ মেসি এমন রেকর্ডের মালীক। 

আজ শুক্রবার বাংলাদেশ সময় ভোরে বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ৩-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। একাই গোল তিনটি করেছেন মেসি। একটা ঐতিহাসিক হেটট্রিক তার। এসময় আবেগাপ্লুত হয়ে পড়েন মেসি, তার চোখ দিয়ে অঝোরে পানি পড়তে থাকে। জাতীয় দলের হয়ে কোনো শিরোপা জিততে না পারার যে তীব্র যন্ত্রণা এবং কোপা জিতে সেই যন্ত্রণা থেকে মুক্তির আনন্দেই হয়তো অঝোরে কাঁদতে থাকেন মেসি।

তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এটির অপেক্ষায় ছিলেন। ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেসির ভাষ্য, ‘আমি সত্যিই চাইছিলাম যেনো এই সাফল্য উপভোগ করতে পারি। দীর্ঘদিন ধরে এর অপেক্ষায় ছিলাম। আমি এটি খুঁজেছি এবং স্বপ্ন দেখেছি। দীর্ঘ অপেক্ষার পর এটি যেভাবে এসেছে তা এক অনন্য মুহূর্ত।’

এসময় নিজের পরিবারের কথাও মনে করিয়ে দেন মেসি। জাতীয় দলের হয়ে তিনি শিরোপা জিততে পারছিলেন না, ভুগতে হয়েছিল মা-ভাইদেরও। সেই তারা এবার এল মনুমেন্টালে যোগ দিয়েছিলেন মেসিদের শিরোপা উল্লাসে।

নিজ দেশের মানুষদের সামনে শিরোপা উদযাপনের অনুভূতি জানিয়ে মেসি বলেন, ‘এখানে শিরোপা উল্লাস করার চেয়ে ভালো কিছু আর হতে পারে না। আমার মা, আমার ভাইয়েরা এখানে আছে। তারা অনেক বেশি ভুগেছে। এখন তারা উল্লাস আর আনন্দ করছে। আমি অনেক খুশি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে