শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫৯:০৫

বিশ্বকাপেও সেরাটা দিয়ে জয়ে শুরু করতে চাই: মাহমুদউল্লাহ

বিশ্বকাপেও সেরাটা দিয়ে জয়ে শুরু করতে চাই: মাহমুদউল্লাহ

শেষ ম্যাচে ২৭ রানে পরাজয়ের পর বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, জিততে পারলে ভালো লাগত। তবে আমার মনে হয় নিউজিল্যান্ড সত্যিই ভালো ব্যাটিং করেছে। আমরা রান তাড়ায় শুরুটা ভালো করতে পারিনি।

৪৬ রানে ৪ উইকেট পতনের পর পঞ্চম উইকেটে আফিফ হোসেনের সঙ্গে ৬৩ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। সেই জুটি নিয়ে অধিনায়ক বলেন, আফিফ এবং আমি একটি পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেছি। কিন্তু ওদের বোলাররা সত্যিই ভালো করেছে।

শেষ ম্যাচে হারলেও নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে জয় পাওয়ায় খুশি বাংলাদেশ দলের অধিনায়ক। 

রিয়াদ বলেন, সিরিজ জিততে পেরে খুবই ভালো লাগছে। তবে শেষটা জয় দিয়ে শেষ করতে পারলে আরো ভালো লাগতো। পুরো সিরিজেই আমাদের স্পিনাররা ভালো বোলিং করেছে। 

তিনি আরও বলেন, সবশেষ তিনটি সিরিজে আমরা খুব ভালো ক্রিকেট খেলে জিতেছি। বিশ্বকাপের আগে এটা আমাদের জন্য বড় অনুপ্রেরণ। আশা করি এই ভালো দিকগুলো বিশ্বকাপে কাজে দেবে। বিশ্বকাপেও আমরা দলগতভাবে সেরাটা দিয়ে জয়ে শুরু করতে চাই। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে